ইনসাইড বাংলাদেশ

ঢাকা হবে উন্নত দেশের রাজধানী: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/07/2017


Thumbnail

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকাকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশের রাজধানী এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের রাজধানী হিসেবে ধারাবাহিকভাবে গড়ে তোলা হবে।

আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে আয়োজিত ‘ওয়ার্ল্ড ব্যাংক মিটিং অন টোয়ার্ডস গ্রেট ঢাকা’ শীর্ষক সভার উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রয়োজন মেটাতে সরকার সব সেবা সংস্থাগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে। ঢাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও সহজ করতে ঢাকার চারপাশের নদীসমূহের মাধ্যমে একটি সার্কুলার নৌ-পথের কথাও জানান তিনি।

ঢাকার চারপাশের নদীসমূহকে দূষণমুক্ত ও দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনতে তার সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে বলে জানান তিনি। এছাড়া ঢাকা শহরে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের জন্য মাস্টার প্ল্যান প্রণয়ন করে তা বাস্তবায়ন করা হচ্ছে। 


বাংলা ইনসাইডার




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭