লিভিং ইনসাইড

শরীরের দুর্গন্ধে লেবুর সুগন্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/07/2017


Thumbnail

দিনভর দৌঁড়ঝাপে ঘেমে যাবেন এটাই স্বাভাবিক। তাই বলে গায়ে ঘামের গন্ধ কেন বয়ে বেড়াতে হবে। যারা এখনও বাইরে বের হওয়ার আগে পারফিউম লাগানোটা রপ্ত করেন নি তাদের বলবো আজ থেকেই শুরু করুন। আপনার গায়ের দুর্গন্ধকে আপনার ব্যক্তিত্ব নষ্ট করতে দিবেন না।



আর যারা বলবেন, রোজ মনে করে পারফিউম মেখে নিচ্ছেন তবে তা দিনের মাঝপথে এসে ফুরিয়ে যায়। তাদের বলবো পারফিউম লাগানোর আগে প্রাকৃতিকভাবে শরীরের দুর্গন্ধ রোধ করুন। আর এ জন্য লেবুর চেয়ে কার্যকরী আর কি হতে পারে। জেনে নিন কোন কোন উপায়ে লেবু ব্যবহার করে শরীরের উটকো গন্ধ রোধ করা যায়।

লেবুর ও অ্যাপেল সিডার ভিনেগার

সমপরিমাণ (প্রায় ২ টেবিল চামচ) লেবুর রস এবং অ্যাপেল সিডার ভিনেগার নিন, সঙ্গে নিন এক চামচ পানি। এবার এই দুই উপকরণ একসঙ্গে মিশিয়ে তাতে তুলা ভিজিয়ে নিতে হবে। ভেজানো তুলা দিয়ে বগল ও পায়ের আঙুলের ফাঁকা স্থানগুলো ভালোভাবে মুছে নিন। ৫ মিনিট অপেক্ষা করে পানি শুকিয়ে নিন।



এখন দেখুন ম্যাজিক, দিন শেষে আপনার গায়ে আর উটকো গন্ধ হচ্ছে না। সেই সঙ্গে পা এবং বগল আগের মত এত বেশি ঘেমে উঠছে না।

লেবুর সঙ্গে বেকিং সোডা



অফিসে যাওয়ার আগে গোসল নেওয়ার সময় এই কৌশলটি প্রয়োগ করুন। তারপর দেখুন এর চমৎকার প্রভাব। সমপরিমাণ লেবুর রস এবং বেকিং সোডা সামান্য পানির সঙ্গে গুলে নিয়ে থকথকে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্ট বগলে লাগিয়ে শুকিয়ে নিন। এরপর পেস্টটি ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। বগলের পাশাপাশি পায়েও ব্যবহার করতে পারবেন। দিনে একবার এই পেস্ট ব্যবহার করলেই যথেষ্ট।

লেবুর সঙ্গে টমেটো



একটি আস্ত টমেটোর রসের সঙ্গে মেশান ২ টেবিল চামচ লেবু রস। এবার এই মিশ্রণটি বগল, পায়ের পাতাসহ দুর্গন্ধ সৃষ্টি হওয়া স্থানগুলোতে মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ভালোভাবে গোসল নিন। এতে ঘামের পাশাপাশি ত্বকের আঠালো ভাবও কম হবে।

আপনার ত্বক যদি তেমন সেনসিটিভ না হয় এবং এলার্জির প্রবণতা না থাকে তাহলে সরাসরি লেবু ব্যবহার করতে পারেন। এর জন্য লেবুর রসে তুলা ভিজিয়ে বগল মুছে নিন। আবার চাইলে এক টুকরো লেবুর উপর সামান্য লবণ ছিটিয়ে তা দিয়ে খুব হালকাভাবে বগল ও অন্যান্য স্থানে ঘষে নিতে পারে।

বাংলা ইনসাইডার/এমএ/টিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭