ইনসাইড বাংলাদেশ

ডুবেছে যোগাযোগ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/07/2017


Thumbnail

মানুষের সঙ্গে বন্যার পানিতে ভাসছে উত্তর ও মধ্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও। বিপর্যস্ত হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বন্যাকবলিত এলাকায় সড়কের বিভিন্ন অংশ পানির নিচে চলে গেছে। পানি কমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষত-বিক্ষত সড়ক। সঙ্গে ভেঙে গেছে সেতু, কালভার্ট। আর এতে ওইসব এলাকার সঙ্গে যোগাযোগ করাও অনেকটা কষ্টসাধ্য হয়ে উঠেছে।

এ নিয়ে সরকার কী কী পদক্ষেপ নিচ্ছেন তা নিয়ে কোনো তথ্যই দিচ্ছে না দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

এছাড়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে আট হাজার ৮৫২ কোটি টাকা, যা গতবারের চেয়ে ৮৪৮ কোটি টাকা বেশি। এই বরাদ্দ বর্তমান বন্যা কবলিত এলাকায় কীভাবে বন্টন হবে তা নিয়েও কোনো পদক্ষেপ জানায় নি প্রশাসন।

অনেক এলাকা রাজধানী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু প্লাবিত এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর ফলে ওইসব এলাকায় যেমন খাদ্য সঙ্কট দেখা দিয়েছে তেমনি যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ত্রাণও পৌঁছতে পারছে না।

সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজার জেলার হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওর এবং কুশিয়ারা নদী-সংলগ্ন এলাকার বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত মৌলভীবাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তরের প্রায় ২০০ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু উঁচু সড়কের বিভিন্ন স্থান থেকে সামান্য পানি নেমে গেলেও গ্রামীণ এলাকার বেশির ভাগ সড়ক এখনো পানির নিচে। মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা সড়কের অন্তত ১০টি স্থান পানিতে তলিয়ে যায়।

আগাম বন্যায় জামালপুরে ২৭৩ কিলোমিটার কাঁচারাস্তা, ৪৫ কিলোমিটার পাকারাস্তা, ব্রিজ কালভার্ট একটি, বাঁধ ৮ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ব্রিজ, সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যাবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছে হাজার মানুষ। আবার, বগুড়ায় ৬০ কিলমিটার কাঁচারাস্তা, ৫ কিলোমিটার পাকারাস্তাসহ ৬ কিলোমিটার বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে।

অতিবর্ষণে রাজনগর-কুলাউড়া-বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক, জুড়ী-লাঠিটিলা আঞ্চলিক মহাসড়ক, মৌলভীবাজার-শমসেরনগর-চাতলা সড়ক, জুড়ী-ফুলতলা-বটুলী (লিংক রোড গাজীপুর) সড়ক, কুলাউড়া-শমসেরনগর-শ্রীমঙ্গল সড়ক এবং কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর (রবির বাজার-টিলাগাঁও সংযোগসহ) সড়কের ৮০ দশমিক ৫০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৯০ লাখ টাকা। অপরদিকে বন্যাকবলিত এলাকায় এলজিইডির ১৮৬ কিলোমিটার রাস্তা ও ৭১টি ব্রিজ ও কালভার্ট ক্ষতি হয়েছে।

বাংলা ইনসাইডার/আরএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭