ইনসাইড বাংলাদেশ

জেএমআই’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2020


Thumbnail

এন-৯৫ মাস্ক কেলেঙ্কারিতে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান জেএমআই এর বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি হাসপাতালে এন-৯৫ মাস্ক এর বদলে সাধারণ মাস্ক সরবরাহ করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মাস্ক দুর্নীতির ব্যাপারে কথা বলার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

জেএমআইও স্বীকার করে যে তারা ভুল করেছে। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বরং এই প্রতিষ্ঠান এখনও সরাসরি পণ্য সরবরাহ করছে স্বাস্থ্য অধিদপ্তরে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশের কারণেই এমনটা ঘটছে।

জেএমআই এর প্রধান আবদূর রাজ্জাক। জানা গেছে যে, বিএনপির আমলেই তার ব্যবসায়ের উত্থান ঘটে। আর আওয়ামী লীগের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে তিনি এখন ধরা ছোয়ার বাইরে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭