ইনসাইড হেলথ

হঠাৎ পেট ব্যথা: এড়িয়ে যাবেন না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/07/2017


Thumbnail

নিজের শরীরের প্রতি মেয়েরা সব সময়ই যেন একটু উদাসীন। তাই হঠাৎ পেট ব্যথাকে অনেকেই গ্যাস্ট্রিক বা সাধারণ ব্যথা মনে করে এড়িয়ে যান। তবে পেটের এই হঠাৎ ব্যথা হতে পারে মারাত্নক কোন সমস্যার লক্ষণ। তাই হঠাৎ পেট ব্যথাকে গুরুত্ব দিতে হবে, লক্ষ্য করতে হবে এর ধরণ। আজ ঘরোয়া চেম্বার’এ কথা হবে হঠাৎ পেট ব্যথা নিয়ে। জানবো পেট ব্যথার নানা ধরণ।

পিরিয়ড, পেট খারাপ, ফুড পয়জনিং, অ্যাসিডিটির মত সমস্যা থাকলেও পেটব্যথা দেখা দিতে পারে। তাই হঠাৎ পেটে ব্যথা উঠলে ঘাবড়ানো যাবে না। তাই বলে আবার এড়িয়ে না গিয়ে ব্যথার ধরণ বোঝার চেষ্টা করুন।

গ্যাস্ট্রিকের ব্যথা

সাধারণত পেটের ওপর দিকের মাঝখানে এই ব্যথা শুরু হয়। কখনো চিনচিনে আবার কখনো জ্বালাপোড়ার মতো অনুভূত হয়। সঙ্গে বমিভাব, টক ঢেঁকুর, পেট ফাঁপা ইত্যাদি লক্ষণ দেখা যায়। 

অগ্ন্যাশয়ের ব্যথা

পেটের মাঝখানে বা একটু বাঁ দিকে ব্যথা হলে তাকে অগ্ন্যাশয়ের ব্যথা ভাবতে পারেন। ব্যথার তীব্র অনেক বেশি হয় এবং পেছন দিকেও অনুভূত হয়। ব্যথার তীব্রতায় দাঁড়িয়ে থাকতেও কষ্ট হতে পারে। সঙ্গে বমিও হতে পারে।

পিত্তথলির ব্যথা

যদি ওপর পেটের ডান দিকে ব্যথা হয় তা হতে পারে পিত্তথলির ব্যথা। ডান দিকের পিঠ পর্যন্ত এ ব্যথা ছড়িয়ে যেতে পারে। চর্বিযুক্ত খাবার খেলে এই ব্যথা দেখা দিতে পারে। চিনচিন করে ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর, জন্ডিস, অরুচিও দেখা দিতে পারে।

কিডনিতে পাথর

কিডনিতে পাথর হলে যে পাশের কিডনি, সেই পাশে ব্যথা পিঠ পর্যন্ত হবে। এই ব্যথা ক্রমশ নিচে নেমে তলপেটেও ছড়ায়। কিডনির ব্যথা প্রচণ্ড তীব্র হয়, একটু পর পর ছাড়ে এবং আবার আসে, সঙ্গে বমি, কাঁপুনি দিয়ে জ্বর থাকতে পারে।

অ্যাপেন্ডিসাইটিস

নাভির মধ্যে থেকে ব্যথা যদি ক্রমশ তলপেটের ডান দিকে ছড়িয়ে যায় এবং ধীরে ধীরে তীব্রতা বাড়তে থাকে, তাহলে তা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হতে পারে।

ইউরিন ইনফেকশন

তলপেটের ব্যথা কিন্তু ইইউরিন ইনফেকশনের ব্যথাকেও নির্দেশ করে। ব্যথার পাশাপাশি প্রস্রাবে জ্বালাপোড়া ও জ্বর ইউরিন ইনফেকশন লক্ষণ। এছাড়া মেয়েদের জরায়ু ও ডিম্বাশয়ের নানা সমস্যায় তলপেটে ব্যথা হতে পারে।

ঘন ঘন পেটে হঠাৎ ব্যথা হলে তা এড়িয়ে যাবেন না। কারণ দীর্ঘদিনের পেটব্যথার সঙ্গে ওজন হ্রাস, রক্তশূন্যতা, দুর্বলতা ইত্যাদি অন্ত্র ক্যানসার বা টিবিরও লক্ষণ হতে পারে।

গাইনি যেকোনো সমস্যায় আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে ক্লিক করুন

বাংলা ইনসাইডার/এমএ/টিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭