ইনসাইড গ্রাউন্ড

আইসিসির মসনদে এবার সৌরভ গাঙ্গুলী?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/05/2020


Thumbnail

আইসিসি সভাপতি হিসেবে শশাঙ্ক মনোহরের মেয়াদ ফুরোচ্ছে এ মাসেই। নতুন করে আইসিসির দায়িত্ব নেওয়ার কোন ইচ্ছা নেই— সেটা গত ডিসেম্বরেই জানিয়েছিলেন ভারতীয় এই আইনজীবী। অবশ্য করেনাা পরিস্থিতির জন্য মনোহরের মেয়াদ দুই মাস বাড়তে পারে বলেও শোনা যাচ্ছে। এরপর আইসিসি সভাপতি হবেন কে? গুঞ্জন শোনা যাচ্ছে, ‘প্রিন্স অব ক্যালকাটা’ খ্যাত সৌরভ গাঙ্গুলিই বসতে পারেন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সর্বোচ্চ আসনে।

ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করার পর গত বছরের অক্টোবরে ১০ মাসের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের দায়িত্ব নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে খবর, বিসিসিআইয়ে সৌরভে মেয়াদ আরও বাড়ছে। এর মধ্যেই আইসিসি সভাপতি হিসেবে কলকাতা মহারাজের নাম আলোচনায় উঠে এলো।

অবশ্য নাম উঠে আসার কারণ রয়েছে। আইসিসির সভাপতি হিসেবে দুজনকে নিয়ে আলোচনা হচ্ছিল। একজন সৌরভ, অন্যজন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। তবে নিজের পছন্দ আগেই বলে দিলেন ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআিই) সভাপতি গাঙ্গুলীকে পরবর্তী আইসিসি সভাপতি হিসেবে দেখতে চান স্মিথ।

সিএসএ প্রধান নির্বাহী জ্যাক ফাউলও সৌরভকে সমর্থন দিয়েছেন। ভারতীয় কেউ আইসিসির দায়িত্ব নিলে সমস্যা নেই, জানিয়েছেন তিনি। এদিকে করোনা মহামারির মধ্যে মনোহরের মেয়াদ দুই মাস বাড়তে পারে। স্মিথ এর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা জমিয়ে দিলেন। কারণ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক প্রধান কলিন গ্রেভস সভাপতি হওয়ার দৌড়ে আছেন, জানায় সংবাদমাধ্যম।

স্মিথ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের জায়গা থেকে সৌরভ গাঙ্গুলীর মতো ক্রিকেটের কাউকে দেখতে ভালোই লাগবে আইসিসি সভাপতি পদে। খেলার জন্যই ভালো হবে। সে খেলাটা বোঝে। সর্বোচ্চ পর্যায়ে খেলেছে। তাঁর নেতৃত্বটা সবচেয়ে কাজে লাগবে।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭