ইনসাইড গ্রাউন্ড

করোনায় আক্রান্ত বিসিবি পরিচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/05/2020


Thumbnail

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। বিসিবি উইমেন্স উইংয়ের এই চেয়ারম্যান বৃহস্পতিবার (২১ মে) রাতে কোভিড-১৯ ভাইরাস পজেটিভ প্রমাণিত হয়েছেন। দেশের ক্রিকেটাঙ্গনে তৃতীয় ব্যক্তি হিসেবে করোনায় আক্রান্ত হলেন তিনি। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আশিকুর রহমান ও প্রিমিয়ার লিগ খেলা সাবেক ক্রিকেটার সজীব দাস করোনায় আক্রান্ত হন।

এর আগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট বৃহস্পতিবারই হাতে এসেছে নাদেলের। পজেটিভ প্রমাণিত হলেও তিনি এখন পরিবারের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে নিজ বাসায় অবস্থান করছেন।

সিলেট থেকে তিনি জানিয়েছেন, ‘আমার গতকাল রিপোর্ট দিয়েছে। সেখানে করোনা পজেটিভ এসেছে। আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। এক সপ্তাহ আগে একটু জ্বর হয়। ডাক্তারের পরামর্শ মেনে চলছিলাম। এরপর জ্বর কমে যায়। তারপরও পরীক্ষা করি। আমার এখন কোন লক্ষণ নেই। জ্বরও নেই।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭