ইনসাইড গ্রাউন্ড

সাকিবকে আইডল মনে করেন না মুমিনুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/05/2020


Thumbnail

বর্তমান টাইগার টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে অনেক আগে থেকে অনুপ্রেরণা হিসেবে নিলেও কখনো আইডল হিসেবে মনে করেননি। সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকেফ্রেঞ্জি’র এক লাইভ আড্ডায় মুমিনুল জানিয়েছেন, ছোটবেলা থেকেই শচিন টেন্ডুলকারকে অনুসরণ করেন তিনি। তাঁর ব্যাটিং দেখেই ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মে তাঁর। এরপরই ক্রিকেটে আসা তাঁর।

এ প্রসঙ্গে মুমিনুল বলেছেন, ‘সাকিব ভাইকে ছোটবেলা থেকেই বিকেএসপিতে দেখেছি। তবে উনাকে কখনও আইডল হিসেবে মানিনি যে উনার মতো ক্রিকেটার হবো। এরকম আমার ছিল না। সত্যি কথা বলতে আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম শচিন টেন্ডুলকারকে দেখে। ছোটবেলায় যখন শচিন টেন্ডুলকারের ব্যাটিং দেখি তখন ক্রিকেটের প্রতি একটা আগ্রহ আসে। ওইখান থেকেই খেলাটা শুরু করা।’

সাকিবকে আইডল হিসেবে না মানলেও, বিশ্বসেরা এই অলরাউন্ডারের অনুশীলন অনুপ্রাণিত করতো মুমিনুলকে। বিশেষ করে লম্বা সময় বিকেএসপির কোচদের সঙ্গে সাকিবের ঝালাই করে নেয়ার দৃশ্য উপভোগ করতেন মুমিনুল। তবে সাকিবকে আইডল হিসেবে দেখননি তিনি।

মুমিনুলের জানান, ‘তখন আমি সাকিব ভাইকে দেখতাম বিকেএসপিতে উনি আসতেন অনুশীলন করতেন, ওইটা অনুপ্রেরণা হিসেবে কাজে লাগতো। তিনি কিভাবে অনুশীলন করে, কিভাবে কাজ করে, কত কাজ করে, স্যারের সাথে সারাদিন কাজ করে, ওইগুলো দেখেই অনুপ্রাণিত হতাম। তবে তাঁকে কোন সময় ফলো করতাম না। ওনার ওই অনুপ্রেরণাগুলো কাজে লাগতো।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭