ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়াকে টপকে গেল ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/05/2020


Thumbnail

করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যায় রাশিয়াকে টপকে দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেছে দেশটি। আক্রান্তের সংখ্যায় এখনো শীর্ষ অবস্থানেই যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয় অবস্থান হারিয়ে রাশিয়া নেমে গেছে তৃতীয় অবস্থানে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রাজিলে ৩ লাখ ৩২ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৬ লাখ। তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় মোট আক্রান্ত ৩ লাখ ২৬ হাজার।

যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখা ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। ব্রাজিলে এই সংখ্যাটা ২১ হাজার, আর রাশিয়ায় মৃতের সংখ্যা ৩ হাজার।

গত ২৪ ঘণ্টাতেই ব্রাজিলে ১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। মৃতের সংখ্যার দিক থেকে ব্রাজিলের অবস্থান ৬ নম্বরে। সেখানেও শীর্ষে যুক্তরাষ্ট্র। তারপরে ব্রিটেন, ইটালি, স্পেন এবং ফ্রান্স।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আমেরিকাকে এই মহামারীর নতুন কেন্দ্রভূমি ঘোষণা করেছে। সেসব দেশের মধ্যে ব্রাজিল নিয়ে সবার ভাবনাটা বেশিই।

প্রসঙ্গত, বর্তমানে সারাবিশ্বে ৫৩ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ৪০ হাজার মানুষ। সুস্থ হয়েছেন ২১ লাখ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭