ওয়ার্ল্ড ইনসাইড

সব ধর্মীয় উপাসনালয় খোলার নির্দেশ ট্রাম্পের; সঙ্গে আরও খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/05/2020


Thumbnail

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব ধর্মীয় উপাসনালয় খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। শুক্রবার (২২ মে) স্থানীয় সময় দুপুর ২টার দিকে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে হাজির হয়ে এক সংক্ষিপ্ত ঘোষণায় এ নির্দেশ দেন তিনি। ধর্মীয় উপাসনালয় বন্ধ থাকায় গভর্নর রদের প্রতি অনেকটা ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট। চার্চ, সিনাগগ এবং মসজিদগুলো উন্মুক্ত করার তাগাদা দিয়ে তিনি বলেন, গভর্নরদের সঠিক কাজে ভূমিকা রাখতে হবে। সকল ধর্মীয় উপাসনালয় খুলে দিতে হবে। ঠিক এ মুহূর্তে খুলে দিতে হবে। এটা করতে হবে সপ্তাহান্তের মধ্যেই। যদি গভর্নররা এ বিষয়টি না শুনেন, তাহলে তাদের সিদ্ধান্ত অগ্রাহ্য করবো।

ভারতের তিন এলাকা দাবি করলো নেপাল

ভারতের উত্তরাখন্ডের কালাপানি, লিপুলেখ ও লিমপিয়াধুরা অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে বিতর্ক উসকে দিয়েছে নেপাল। সম্প্রতি দেশটির মন্ত্রিসভা এ তিনটি এলাকা অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্রের অনুমোদনও দিয়েছে। মন্ত্রিসভার ওই বৈঠকের পর নেপাল সরকারের মুখপাত্র ও অর্থমন্ত্রী যুবরাজ খাটিওয়াদা ঘোষণা দিয়েছেন, অনতিবিলম্বে নতুন মানচিত্র কার্যকর হবে। এটি স্কুল-কলেজের বইপত্র, সরকারি প্রতীক এবং অফিস-আদালতের সব কাগজপত্রে এখন থেকেই ব্যবহার করা হবে।

করোনা নিয়ে সংবাদ প্রকাশ করায় মিয়ানমারে সাংবাদিকের কারাদণ্ড

করোনায় মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করায় মিয়ানমারে এক সম্পাদককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে মিয়ানমার কর্তৃপক্ষ বলছে, ভুল তথ্য প্রকাশ করায় শাস্তি পেয়েছেন তিনি।

অ্যামাজন অস্থায়ীভাবে ৫০ হাজার কর্মী নিয়োগ দিচ্ছে ভারতে

মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে কর্মহীন হয়ে পড়েছে বহু ভারতীয়। তবে বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন কেনাকাটার মাধ্যম অ্যামাজন কিছুটা হলেও স্বস্তির খবর দিলো। সংস্থাটি ভারতে ৫০ হাজার অস্থায়ী কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। লকডাউনের কারণে শুরুর দিকে বেশ চাপে পড়েছিল ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। তবে কড়াকড়ি শিথিলের পর থেকেই ব্যাপক হারে চাহিদা বেড়ে গেছে তাদের, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন।

হংকংকে নিয়ন্ত্রণে রাখতে নতুন আইন চীনে, ফের বিক্ষোভের আশঙ্কা

স্বশাসিত হংকংয়ের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে এবার কোমর বেঁধে নেমে পড়ল চীন। বৃহস্পতিবার দেশের আইনসভায় ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনে নতুন প্রস্তাব পেশ করেছে তারা। তাতে হংকংয়ে নয়া আইন প্রণয়নের কথা বলা হয়েছে, যার আওতায় রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তার স্বার্থে হংকংয়ে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি প্রতিষ্ঠার প্রস্তাবও দেওয়া হয়েছে। 

পাকিস্তানে প্লেন বিধ্বস্তে নিহত ৯৭

পাকিস্তানের করাচিতে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে।  শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইটটি লাহোর থেকে যাত্রী ও ক্রু মিলে ৯৯ আরোহী নিয়ে করাচি যাচ্ছিল। স্থানীয় সংবাদমাধ্যম ডন বলছে, সিন্ধুর স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।  ফ্লাইটের দুজন বেঁচে গেছেন।

ক্যামব্রিজে পরবর্তী শিক্ষাবর্ষের সব ক্লাস অনলাইনে

২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত যুক্তরাজ্যের বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে কোনও মুখোমুখি ক্লাস অনুষ্ঠিত হবে না, সব ক্লাস হবে অনলাইনে। করোনাভাইরাস মহামারির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি মেনে চলতে এই পদক্ষেপ ঘোষনাণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শিক্ষার্থীদের সব ক্লাস অনলাইনে হলেও ছোট শিক্ষার্থীদের দল মুখোমুখি টিউটোরিয়াল ক্লাস আয়োজন করা যাবে, যদি তা সামাজিক দূরত্ববিধি মোতাবেক আয়োজিত হয়।

প্রধানমন্ত্রীর করোনা প্যাকেজ জাতির জন্য নির্মম পরিহাস: সোনিয়া গান্ধী

করোনা মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেয়া ২০ লাখ কোটি টাকার প্যাকেজের সমালোচনা করে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, সরকারের এ প্যাকেজ দেশের মানুষের সাথে নির্মম পরিহাস। সরকার গণতান্ত্রিক হওয়ার ভান ছেড়ে দিয়েছে, দরিদ্রদের প্রতি কোন সমবেদনা নেই। শুক্রবার করোনাভাইরাস নিয়ে দেশটির বিরোধী দলের নেতাদের সাথে প্রথম অনলাইন আলোচনায় সোনিয়া গান্ধী এসব বলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭