ইনসাইড পলিটিক্স

হানিফ কি অভিমান করেছেন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/05/2020


Thumbnail

আওয়ামী লীগের এক নম্বর যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দলের কাউন্সিল অধিবেশনের পর থেকেই দলীয় কর্মকাণ্ডে তাকে গড়পড়তা দেখা যায় এবং করোনা সঙ্কটের সময় হঠাৎ দু-একটি বক্তব্য-বিবৃতি দেয়া ছাড়া তার কোন তৎপরতা চোখে পড়ে না। অথচ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তিনি। কেন মাহবুবুল আলম হানিফ দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, কেন তাকে খুব একটা দেখা যায় না কিংবা কেন তিনি দলীয় কার্যালয়েও নিয়মিত উপস্থিত হন না, তা নিয়ে আওয়ামী লীগের মধ্যেই নানারকম গুঞ্জন এবং কতাবার্তা উঠছে।

একাধিক মহল মনে করছে যে, কাউন্সিলের পর তার মন খারাপ হয়েছে। বিশেষ করে জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান প্রেসিডিয়ামের সদস্য হওয়ায় মাহবুবুল আলম হানিফ নিজেকে বঞ্চিত মনে করছেন। ২০০৮ সাল থেকে তিনি এমপি হলেও কখনো মন্ত্রিত্ব পাননি। এটা নিয়েও তার মধ্যে এক ধরণের দুঃখবোধ রয়েছে। তবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে তার দুরত্বের কথা কেউ কেউ বলে। কিন্তু সেই দুরত্ব আসলেই রয়েছে কিনা সে ব্যাপারে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কিন্তু বাস্তবতা হলো এই যে, আগে প্রত্যেকটি বিষয়ে কথাবার্তা বলা, বিরোধী দলের সমালোচনায় মুখর আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র নিজের মুখে কুলূপ এঁটেছেন। তিনি কি অভিমান করেছেন? 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭