ইনসাইড গ্রাউন্ড

আইসিসির নিয়ম নিয়ে নিশ্চিত নন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/05/2020


Thumbnail

করোনা পরবর্তী ক্রিকেটে যে বড় ধরণের পরিবর্তন আসতে যাচ্ছে তা সহজেই অনুমেয়। ইতিমধ্যে সেই লক্ষ্যে বিশাল এক নীতিমালাও প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর সেই নির্দেশনার আগেই মাঠে ফেরার তোরজোড় শুরু করে দিয়েছে কয়েকটি দেশ। এদের মধ্যে সবথেকে এগিয়ে ইংলিশরা। ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে ইংল্যান্ডের পেসাররা।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকেও দেয়া হয়েছে নানান নির্দেশনা। সেই নির্দেশনা মেনেই ফেরার কথা ক্রিকেটের। তবে এসব নির্দেশনার ব্যাপারে খানিক সন্দিহান সাকিব আল হাসান। তিনি চাইছেন আইসিসির পক্ষ থেকে আরও স্বচ্ছভাবে বর্ণনা করা হোক নির্দেশনাগুলো। কেননা ক্রিকেট মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করা খুবই কঠিন ব্যাপার।

তিনি বলেন, ‘আমরা এখন শুনতে পাচ্ছি যে, করোনাভাইরাস ১২ ফুট দূরেও সংক্রমিত করতে পারে, তিন বা ছয় ফুট নয়। তার মানে দুজন ব্যাটসম্যান ওভার শেষে কথা বলতে পারবে না? তারা নিজেদের প্রান্তেই দাঁড়িয়ে থাকবে? মাঠে কোন দর্শক থাকবে না? উইকেটরক্ষকরা আরও দূরে গিয়ে দাঁড়াবে? ক্লোজ ইন ফিল্ডারদের ক্ষেত্রেই বা কী হবে?’

সাকিবের আশা, কোনধরনের ঝুঁকি নিতে যাবে না আইসিসি, ‘আমার মনে হয় না, পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে আইসিসি কোন ঝুঁকি নেবে। বিষয়টা যাইহোক, জীবন সবার আগে। আমি নিশ্চিত আইসিসিও নিরাপত্তার কথাই আগে দেখবে।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭