ইনসাইড বাংলাদেশ

করোনাকালে ঈদ বিনোদনের যত আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/05/2020


Thumbnail

সারাবছর আমাদের বিনোদন মাধ্যমগুলোতে নানান রকম সিনেমা, নাটকের আয়োজন থাকলেও ঈদ মৌসুমটা বরাবরই একটু স্পেশাল আমাদের দেশে।

প্রায় প্রতিবছর ঈদকে কেদ্র করে চলে টেলিভিশন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম গুলোর মধ্যে দর্শকদেরকে ভালো কন্টেন্ট উপহার দিয়ে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার পজিটিভ প্রতিযোগিতা, কার থেকে কে বেশি দর্শক টানবে এটা নিয়ে চলে নানা রকমের প্রচারণা। এক কথায় ঈদ আমাদের বিনোদন মাধ্যমগুলোর জন্য এক রকমের উৎসবের পরিবেশ তৈরী করে।

 

তবে এবারের পরিস্থিতি একদমই ভিন্ন, সারা পৃথিবী করোনা ভাইরাসের কারনে অবরুদ্ধ থাকায় এর প্রভাব পড়েছে বিনোদন মাধ্যমগুলোতেও। দেশব্যাপী চলমান সাধারণ ছুটি আর এলাকায় এলাকায় লকডাউনের কারনে এবার ঈদ মৌসুমের শুরু থেকেই সকল ধরনের নাটকের শুটিং বন্ধ ছিলো, তাই বেশিরভাগ টেলিভিশন চ্যানেলেই এবারের ঈদ আয়োজনে থাকছে না খুব বেশি নতুন নির্মিত নাটক। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি গত কয়েক বছর ধরেই দেশীয় দর্শকদের অনেকেই ইউটিউব আর অনলাইন অ্যাপ ভিত্তিক বিভিন্ন বিনোদন মাধ্যমের দিকে ঝুঁকেছে বেশ। তাই এবারের ঈদ আয়োজনে টেলিভিশনের পাশাপাশি বেশ শক্ত অবস্থানে থেকে দর্শকদের বিনোদন যোগাবে অনলাইন ভিত্তিক বিনোদন মাধ্যমগুলো।

 

ঈদকে কেন্দ্র করে মুক্তি পাবার কথা ছিলো আরেফিন শুভর “মিশন এক্সট্রিম”, শাকিব খানের “বিদ্রোহী”, “নবাব এলএলবি”, সিয়ামের শান, পূজা চেরির “জীন”, সহ বেশ কয়েকটি সিনেমা। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে সিনেমা হলগুলো বন্ধ থাকায় মুক্তির মিছিল থেকে থেকে সরে এসেছে সিনেমাগুলো। তবে প্রায় সবগুলো টেলিভিশন চ্যানেলেই থাকবে বিগত বছরগুলোর আলোচিত ও দর্শকপ্রিয় সিনেমাগুলো। ঘরে বসেই এবার দর্শক উপভোগ করতে পারবেন এসব চলচ্চিত্র।

 

দেশজুড়ে লকডাউন আর সাধারণ ছুটির আগের শুটিং সম্পন্ন হওয়া বেশকিছু নাটক এবার মুক্তি পাচ্ছে টেলিভিশনগুলোতে।

এছাড়াও করোনা সংকট থাকার পরেও বিভিন্ন পরিচালকগণ এই অবরুদ্ধ সময়ের ছাপ রেখেই নির্মাণ করেছেন বেশকিছু নাটক।

মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটক “উপহার” থাকছে বাংলাভিশনের পর্দায়, ঈদের দিন নাটকটি দেখতে পাবেন দর্শকেরা, মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় নাটক “প্রপোজ” থাকছে ঈদের ষষ্ঠ দিনে বাংলাভিশনের ঈদ আয়োজনে, মুরসালিন শুভর পরিচালনায় এনটিভির পর্দায় থাকছে নাটক “তুমি আমি আর ডিস্টার্ব”, প্রীতি দত্তের পরিচালনায় ঈদের চতুর্থ দিন মাছরাঙা টেলিভিশনের পর্দায় থাকছে নাটক “দ্যা মিরর”।

মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় নাটক “ভিউবাবা” থাকছে ঈদের দ্বিতীয় দিন বাংলাভিশনের পর্দায়, হানিফ সংকেতের পরিচালনায় ঈদের দিন এটিএন বাংলার পর্দায় আসছে নাটক “দূরত্বের গুরুত্ব”, হাসান রেজাউলের পরিচালনায় এটিএন বাংলার পর্দায় থাকছে নাটক “লীলাবতীর আখ্যান”, মিলন ভট্টাচার্যের পরিচালনায় আরটিভিতে ঈদের তৃতীয় দিন থাকছে নাটক “জরুরী ডিভোর্স”, সাগর জাহানের পরিচালনায় আরটিভিতে ঈদের দ্বিতীয় দিন থাকছে নাটক “মিম ফ্যাশন অ্যান্ড বিউটি”, তপু খানের পরিচালনায় ঈদের পঞ্চম দিন বাংলাভিশনের পর্দায় থাকছে নাটক “ম্যাগনেট বাবু”।

আজাদ কালামের পরিচালনায় জনপ্রিয় ঈদের নাটক জমজ এর ১৩ তম পর্ব প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন আরটিভিতে, সঞ্জয় সমদ্দার এর পরিচালনায় আরটিভিতে আসছে “আপনার ছেলে কী করে” শিরোনামের নাটকটি, এছাড়াও বেশকিছু সাড়া জাগানো নাটক ও টেলিফিল্ম ঈদকে সামনে রেখে আবারো প্রচারিত হবে বেশকিছু চ্যানেলে।

 

দীপ্ত টিভির ঈদ আয়োজনে থাকছে ঘরবন্দী সময়ের গল্প নিয়ে সাত নির্মাতার পরিচালনায় সাতটি শর্টফিল্ম, পরিচালনায় থাকছেন গিয়াস উদ্দিন সেলিম (কোয়ারেন্টিন), অনিমেষ আইচ (একা), শিহাব শাহিন (লকডাউন), নুরুল আলম আতিক (করোনার ফুল), সুমন আনোয়ার (কাগজের পাখি), শাফায়েত মনসুর রানা (মধ্য নায়ক), গৌতম কৈরি (খোলা জানালা)। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে নয়টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে সিরিজটি।

 

বিভিন্ন টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম গুলতেও থাকছে ঈদ আয়োজন, ওয়াসিম সিতারের পরিচালনায় রবি টিভিতে দেখা যাবে “হারেস”, নাজমুল নবীনের পরিচালনায় “কুপন”, সাহেদ উন নবীর “সন্ধ্যাতারা” সহ বেশকিছু নাটক।

অ্যাপ ভিত্তিক প্ল্যাটফর্ম বায়োস্কোপের ঈদ আয়োজনেও থাকছে সিনেমা, নাটক আর বেশকিছু লাইভ কনসার্টের আয়োজন। চ্যানেলের পাশাপাশি সাত নির্মাতার শর্টফিল্মগুলো দেখা যাবে বায়স্কোপে।

 

অনেকগুলো ইউটিউব চ্যানেলে বরাবরের মতোই থাকছে ঈদ আয়োজন, তানভির আহমেদ এর পরিচালনায় নাটক “এক্সট্রা আর্টিস্ট” থাকছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে, কাজল আরেফিন অমির পরিচালনায় “ব্যাচেলর কোয়ারেন্টাইন”, খাইরুল পাপনের পরিচালনায় “শো মেকার”, রুবেল হাসানের পরিচালনায় “অ্যারেঞ্জ লাভ” সহ আরো কিছু নাটক ও মিউজিক ভিডিও।

মোশন রক এন্টারটেইনমেন্ট এর ইউটিউব আয়োজনের মধ্যে থাকছে রুবেল হাসান পরিচালিত “টেক কেয়ার”, আনিসুর রহমান রাজীবের পরিচালনায় “রিসেন্ট লাভ”, কবির খানের পরিচালনায় “বুমেরাং” ইত্যাদি।

সিএমভি এর ইউটিউব চ্যানেলে থাকছে উপহার, সিগনেচার, ডেঞ্জার লাভ শিরোনামের নাটগুলো,এছারাও থাকছে বেশকিছু মিউজিক ভিডিও। এছাড়াও বেশকিছু ইউটিউব চ্যানেলে থাকছে ঈদকে ঘিরে বেশকিছু নতুন নাটক।

 

“ইত্যাদি” ছাড়া যেন ঈদ জমেই না, কিন্তু এবারের করোনাকালীন এই পরিস্থিতিতে হানিফ সংকেতের ইত্যাদিতে থাকছে চমক, সম্পাদনার টেবিল থেকে এবারের ইত্যাদি সাজছে নতুন রুপে, অনেক দর্শক এবারের ইত্যাদি দেখে স্মৃতিকাতর হবেন।

 

সব মিলিয়ে ঘরে বসে দর্শকদের বিনোদন দিতেই সবগুলো বিনোদন মাধ্যম এবার তাদের ঈদ আয়োজন সাজিয়েছে।

তাই প্রিয়জনের সাথে করোনার এই সময়ে ঘরেই কাটুক আপনার ঈদ, সাথে থাকছে নানান রকমের নাটক, সিনেমা আর গান।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭