ইনসাইড গ্রাউন্ড

ভক্তদের প্রতি টাইগারদের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/05/2020


Thumbnail

করোনাভাইরাস মহামারীতে থামছে না মৃত্যুর ঢেউ। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যার ফলে অন্য যেকোন ঈদের চেয়ে পুরোপুরি আলাদা এবারের ঈদ। অনেকেই বাড়ি ফিরতে পারেননি। কিংবা বাড়ি ফেরেননি। সংক্রমণ এড়ানোর সাবধানতা হিসেবে থেকে গেছেন তারা। বাড়িতে যারা ফিরেছেন তারাও সাবধান থাকতে বের হচ্ছেন না বাড়ি থেকে। এমন ঈদেও দর্শক-শুভাকাঙ্ক্ষীদের কথা ভুলে যাননি টাইগার ক্রিকেটাররা।

ঘরবন্দি ঈদের শুভেচ্ছা জানিয়ে মাশরাফি বলেছেন, ‘এবারের ঈদ আসলে আমাদের সবার জন্য কঠিন একটি পরিস্থিতি। এই মুহূর্তে সবাইকে অনুরোধ করব, এটা সবার জন্য একটা দারুণ সুযোগ, একসঙ্গে সবাই মিলে ঘরে থেকে ঈদ করার। সুস্থ থাকলে, বেঁচে থাকলে সামনের ঈদ আমরা করতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘বাসার মুরুব্বিদের আমরা সাধারণত সময় দেই না ঈদের দিন, এবার তাদেরকে সময় দেওয়া, তাদের ঈদকে স্পেশাল করে তোলার দারুণ একটি সুযোগ এবার। তারা যেন তাদের ছেলেবেলায় ফিরে যেতে পারে। বাইরে গেলে, কিছু হলে আমার থেকে পরিবারের সবাই আক্রান্ত হতে পারে। আমি তাই অনুরোধ করব, সবাই ঘরে থাকুন। একসঙ্গে ঈদ করুন।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ভাষ্য, ‘এটা আসলেই স্পেশাল একটি ঈদ। যদিও কখনও আমরা চাইনি এরকম ঈদ আসুক। যেহেতু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, যে নিয়মগুলো আছে, সবকিছু মেনে যেন ঈদ পালন করতে পারি। বাসায় থাকি, বাসার সবাইকে সময় দেই।’

সাকিব আল হাসানের ভাবনা সুদূরপ্রসারী। নিষিদ্ধ থাকা এই তারকা অলরাউন্ডার মনে করিয়ে দিলেন এবার ঈদটা কেন বাড়িতে বসে পালন করা জরুরি। নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে সাকিব লিখেছেন, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।’

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন দাস। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। এই কঠিন সময়ে সবাই নিরাপদে থাকুন, ভাল থাকুন।নিজে সচেতন হোন, অন্যকে সচেতন হতে বলুন।’ সৌম্য সরকার নিজের ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন অল্প কথায়। তবে আসল কথাটা ঠিকই মনে করিয়েছেন জাতীয় দলের এ টপ অর্ডার, ‘ঈদ মোবারক। বাসায় থাকুন। নিরাপদ থাকুন।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭