ইনসাইড বাংলাদেশ

করোনার ঈদ উপহার; একদিনে রেকর্ড শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/05/2020


Thumbnail

ঈদের দিন সর্বোচ্চ রোগী উপহার দিলো করোনা।  বাংলাদেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড স্থাপিত হলো ঈদের দিন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফ্রিংয়ে ভারপ্রাপ্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এই তথ্য জানান। গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৭৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।  

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৫০১ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৯৭৫ জন। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৫ জনে।

সোমবার (২৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বরাবরের মতোই করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।


বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭