ইনসাইড গ্রাউন্ড

ক্লাসিকোতে শিরোপাই নিশ্চিত করে ফেলল বায়ার্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/05/2020


Thumbnail

করোনার পরে সবথেকে আগুনে ম্যাচে স্বাগতিক বুরুশিয়া ডর্টমুণ্ডকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সিগন্যাল ইদুনা পার্কের দর্শকশূন্য স্টেডিয়ামে বুরুশিয়াকে হারিয়ে নিজেদের ২৯তম শিরোপা এক প্রকার নিশ্চিতই করে ফেলেছে বায়ার্ন।

জার্মান ডার্বি বা ‘ডের ক্লাসিকো’তে হাড্ডাহাড্ডি লড়াই-ই উপহার দিয়েছে দুই দল। অবশ্য যেখানে বায়ার্নের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করেছে বরুশিয়া। উল্টো ম্যাচটি ১-০ গোলে জিতে শিরোপার দিকে বড়সড় এক লাফই দিল বায়ার্ন। যার ফলে দুই দলের পয়েন্টের ব্যবধান এখন সাত।

গত নভেম্বরে বুন্দেসলিগার প্রথম সাক্ষাতে নিজেদের ঘরের মাঠে বরুশিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন। মঙ্গলবার রাতে সেই ম্যাচের প্রতিশোধ নিজেদের মাঠে নিতে পারত বরুশিয়া। কিন্তু তা পারেনি লুসিয়েন ফ্যাবরের শিষ্যরা, হেরে গেছে ০-১ ব্যবধানে।

ম্যাচের ৪৩ মিনিটের সময় জয়সূচক ও একমাত্র গোলটি করেছেন জশুয়া কিমিচ। বরুশিয়া গোলরক্ষক রোমান বুরকির খানিক সামনে এগিয়ে থাকার সুযোগ নিয়ে দারুণ এক চিপ শটে বল জালে জড়ান কিমিচ। বলে হাত ছোয়ালেও তা থামাতে পারেননি বুরকি।

এ জয়ের পর ২৮ ম্যাচে ২০ জয় ও ৪ ড্রতে বায়ার্নের সংগ্রহ ৬৪ পয়েন্ট। তারাই শীর্ষে। দ্বিতীয় অবস্থানে থাকা বরুশিয়ার ঝুলিতে রয়েছে ৫৭ পয়েন্ট। ফলে এক প্রকার শিরোপা নিশ্চিতই করে ফেলেছে বায়ার্ন। আর এবারের শিরোপা জিতলে টানা অষ্টম শিরোপা জয়ের রেকর্ড স্থাপন করবে তাঁরা।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭