ইনসাইড পলিটিক্স

শীঘ্রই শুরু হচ্ছে করোনার ‘দ্বিতীয় ঢেউ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/05/2020


Thumbnail

গত বৎসরের ডিসেম্বরে চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পরে প্রাণঘাতী করোনা ভাইরাস। খুব দ্রুত গতিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। অবশ্য কিছু কিছু দেশে করোনার সংক্রমণ অনেকটাই কমে এসেছে বলে ভাবা হচ্ছে। কিন্তু এমন দেশগুলোর সম্পর্কে ভিন্নরকম কথা বলছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। খুব শিগগিরই ভাইরাস সংক্রমণের দ্বিতীয়বার প্রকোপ শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্বস্বাস্থ্য নিয়ে কাজ করা সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির মতে, করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের মধ্যবর্তী অবস্থায় আছি আমরা। আমরা এমন এক অবস্থায় আছি, যখন এটি যে কোনো সময় ফিরে আসতে পারে। এ বছরের শেষের দিকেই আবারো করোনার প্রকোপ দ্বিতীয়বার শুরু হতে পারে বলে আশংকা করছে প্রতিষ্ঠানটি। মাসেক খানেক আগে কিছু বিশেসজ্ঞ বিশ্বে করোনা সংক্রমণের চারটি ঢেউ আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। তাদের এই মতামতকে অনেকেই বর্তমান পরিস্থিতি বিবেচনায় গ্রহণযোগ্য ভাবা হচ্ছে। সেই হিসেবে চলমান করোনা পরিস্থিতিকে প্রথম ঢেউ ভাবা হচ্ছে। এখানে যে সব দেশে করোনার প্রকোপ কমে গেছে। সেসব দেশেও দ্বিতীয়বার প্রকোপ শুরু হতে পারে যে কোনো সময়। আর যে কোনো সময় এই সংক্রমণের হার বেড়ে যেতে পারে। প্রকোপ কমে যাচ্ছে দেখে ভাবলে চলবে না যে, এটি এখন কমেই যাবে। অবশ্য  দ্বিতীয় ঢেউয়ের জন্য এখনো বেশ কয়েকমাস প্রস্তুত থাকতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭