ইনসাইড বাংলাদেশ

বাস চলবে, প্লেন উড়বে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/05/2020


Thumbnail

সরকার সাধারণ ছুটি শেষ করে দিয়েছে। প্রথমে বলা হয়েছিল গণপরিবহণ চলবে না। কিন্তু সংশোধিতভাবে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ৩১ মে থেকে সীমিত আকারে গণপরিবহন চলবে। কারণ যারা ঢাকারা বাইরে ঈদের ছুটি কাটাতে গেছে তাদেরকে ফেরানোর জন্য গণপরিবহনের ব্যবস্থা করা হয়েছে বলে সরকারী সূত্র জানিয়েছে।

শুধু গণপরিবহন নয়, এর মধ্যে বিমানও চলাচল শুরু হচ্ছে বলে জানা গেছে। অভ্যন্তরীণ রুটের বিমানগুলো চালু হচ্ছে।এরফলে কার‌্যত বাংলাদেশ লক ডাউনের গণ্ডি থেকে বেরিয়ে এলো। স্বাভাবিক অর্থনৈতিক গতি প্রবাহ সঞ্চালনের জন্য উদ্যোগ নিলো।

উল্লেখ্য যে, অন্যান্য দেশগুলো ধাপে ধাপে লক ডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ একসঙ্গে সর্বত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিলো। সেখানে করোনা সংক্রমিত বিপজ্জনক এলাকা চিহ্নিত না করেই এই ধরণের সিদ্ধান্ত কি ফল বয়ে আনবে তার জন্য অপেক্ষা করছেন বিশেষজ্ঞরা।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭