ওয়ার্ল্ড ইনসাইড

শীর্ষ ১০-এ ভারত, মৃত্যুর নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/05/2020


Thumbnail

বিশ্ব করোনা (কোভিড-১৯) র‍্যাংকিংয়ে শীর্ষ দশে উঠে এসেছে ভারত। করোনায় দৈনিক মৃত্যুতেও নতুন রেকর্ড হয়েছে দেশটিতে। করোনার তথ্য উপাত্ত প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ডোমিটারের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার (গ্রিনিচ মান সময়) ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৯০ জন। এটিই এ পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৩৩৩ জন। আর মারা গেছে ৪ হাজার ৫৩৪ জন। ভারত করোনার পরবর্তী মৃত্যুপুরী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ।

করোনার বিশ্ব র‍্যাংকিংয়ে শীর্ষ ২৫-এ থাকা দক্ষিণ এশিয়ার অন্য দুটি দেশ হলো পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তান আছে তালিকার ১৮ তে। আর বাংলাদেশ আছে ২৩তম স্থানে।

প্রসঙ্গত যে, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা তিন লাখ ৫৭ হাজার ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৫৭ লাখ ৮৮ হাজার ৭৮২ জন। বর্তমানে ২৯ লাখ ৩৩ হাজার ৭৬৪ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৫২ হাজার ৯৭৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২৪ লাখ ৯৭ হাজার ৫৯৩ জন সুস্থ হয়ে উঠেছে এবং তিন লাখ ৫৭ হাজার ৪২৫ জন রোগী মারা গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭