ইনসাইড বাংলাদেশ

‘ইউনাইটেডের অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ ছিল না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/05/2020


Thumbnail

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ইউনাইটেড হাসপাতালের অগ্নিনির্বাপণ সিলিন্ডারগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ অগ্নিকাণ্ড কবলিত হাসপাতালটি ঘুরে দেখে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ করোনা রোগীদের চিকিৎসা দিতে আলাদাভাবে ব্যবস্থা গ্রহণ করেছিল। তাদের এ উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, তাদের অগ্নি নির্বাপণ ব্যবস্থায় ত্রুটি ছিল। অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ১২ টি অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে ৯ টি’ই মেয়াদোত্তীর্ণ ছিল। 

এছাড়াও অগ্নিকাণ্ডের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিও ছিল বলে মন্তব্য করেছেন মেয়র।

প্রসঙ্গত যে, গতকাল বুধবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়। এদের তিনজনই ছিলেন করোনা পজিটিভ। এসি’র বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনা তদন্তে সিআইডি ও ফায়ার সার্ভিস কাজ শুরু হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭