ইনসাইড বাংলাদেশ

খুলে দেওয়ার সিদ্ধান্তের দিনই করোনা সংক্রমণের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/05/2020


Thumbnail

আজ মন্ত্রিপরিষদ বিভাগ ৩১ মে থেকে সাধারণ ছুটি থাকবে না বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ১৫ দফা নির্দেশনা দিয়ে সবকিছু চালু করার প্রজ্ঞাপন জারি হয়েছে আজ। আর এই দিনই বাংলাদেশে সর্বাধিক সংখ্যক করোনা রোগী শনাক্ত হলো। একদিনে ২ হাজারের বেশী করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড স্থাপিত হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৩১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা একদিনে রেকর্ড।

এর মাধ্যমে বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা ৪০ হাজার অতিক্রম করলো। বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৪০ হাজার ৩২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিফিংয়ে জানানো হয় যে, ৫০০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। 

সবচেয়ে আতঙ্কের তথ্য হলো যে, বাংলাদেশে এখন প্রতি ১০০ জনে ২১ জনের বেশী সংক্রমিত হচ্ছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ৭৫ হাজার ৭৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭