ইনসাইড গ্রাউন্ড

রোনালদোরা মাঠে ফিরছেন ২০ জুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/05/2020


Thumbnail

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ৯ মার্চ থেকে স্থগিত আছে সেরি আ। এ মাসের শুরুতে একক পর্যায়ে অনুশীলনে ফেরে ক্লাবগুলো। এ সপ্তাহে শুরু হয়েছে গ্রুপ অনুশীলন। তবে আসার বাণী হচ্ছে, আগামী ২০ জুন ইতালির শীর্ষ লিগ পুনরায় শুরু হতে পারে, জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা। যদিও লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি।

কিছুদিন আগে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছিল, আগামী ২০ আগস্টের মধ্যে শেষ করতে হবে ২০১৯-২০ মৌসুম। তখন বলা হয়েছিল, দেশটির শীর্ষ তিন লিগ শেষ করার ব্যাপারে আশাবাদী ফেডারেশন। যদি কোনো কারণে খেলা পুনরায় শুরুর পর আবারও বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বিকল্প হিসেবে প্লে-অফ প্রক্রিয়া অনুসরণ করা হবে।

সব ক্লাবের এখনও বাকি ১২টি করে ম্যাচ। কয়েকটি ক্লাবের একটি করে ম্যাচ বেশি বাকি আছে। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে টানা নবম শিরোপার দৌড়ে থাকা ইউভেন্তুস। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাৎসিও।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭