ইনসাইড বাংলাদেশ

১৫ জুন পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে চলবে আদালত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/05/2020


Thumbnail

করোনা সংক্রমণ এড়াতে আগামী ১৫ জুন পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ শুধু ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন। একইসঙ্গে হাইকোর্ট বিভাগে ১১টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার বিকেলে প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার ভিডিও কানফারেন্সের মাধ্যমে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। কিন্তু এ দিন ১৮ বিচারপতির শপথ অনুষ্ঠান থাকায় ফুলকোর্ট সভা বাতিল করা হয়। পরবর্তীতে সুপ্রিমকোর্ট প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে ভার্চুয়াল কোর্টের সিদ্ধান্ত জানিয়ে দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রামণ রোধে এবং শারীরিক উপস্থিতি ছাড়া আগামী ৩১ মে হতে ১৫ জুন পর্যন্ত তথ্যপ্রযুক্তি ব্যবহার শুধুমাত্র ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচার কাজ পরিচালিত হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭