ইনসাইড গ্রাউন্ড

মেসি-রোনালদোকে ছাড়িয়ে ফেদেরার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/05/2020


Thumbnail

লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় এখন রজার ফেদেরার। ফোর্বসের প্রকাশিত ২০২০ সালের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটদের তালিকায় আগের বছরের চেয়ে চার ধাপ এগিয়ে শীর্ষস্থান অধিকার করেছেন এই টেনিস কিংবদন্তী। গত এক বছরে প্রায় ৮৬.২ মিলিয়ন পাউন্ড আয় করেছেন এই সুইস টেনিস কিংবদন্তি, আর তার মাঝে শুধু বিজ্ঞাপন থেকে তিনি আয় করেছেন প্রায় ৮১ মিলিয়ন পাউন্ড।

তালিকায় ফেদেরারের পরের তিনটি অবস্থানে রয়েছেন ফুটবল জগতের সবচেয়ে জনপ্রিয় তিন তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসি, নেইমার। ফোর্বসের তথ্যমতে, গত এক বছরে রোনালদোর আয় ছিল ৮৫ মিলিয়ন পাউন্ড। আর গত বছরের তালিকায় শীর্ষে থাকলেও এবার তৃতীয় স্থানে নেমে এসেছেন মেসি। গত এক বছরে ৮৪ মিলিয়ন পাউন্ড আয় করেছেন তিনি।

আর মেসির পরেই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন তার সাবেক বার্সা সতীর্থ নেইমার। বর্তমানে পিএসজির হয়ে খেলা এই ব্রাজিলিয়ান তারকার আয় ছিল ৭৭.৫ মিলিয়ন পাউন্ড। আর ৭১.৫ মিলিয়ন পাউন্ড আয় করে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আমেরিকান বাস্কেটবল তারকা লেব্রন জেমস। তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গত বছরের তালিকায় ১০০ তম স্থানে থাকা কোহলি এবার তালিকার ৬৬ তম স্থানে উন্নীত হয়েছেন।

এছাড়া টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে সরিয়ে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী খেলোয়াড় হয়েছেন জাপানের ২২ বছর বয়সী টেনিস তারকা নাওমি ওসাকা। গত ১২ মাসে প্রাইজমানি এবং বিজ্ঞাপন থেকে প্রায় ৩০.৭ মিলিয়ন পাউন্ড আয় করেছেন এই টেনিস সেনসেশন।

এবারের তালিকায় মেসিকে হটিয়ে ফেদেরারের শীর্ষস্থান দখলের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে ফোর্বসের জ্যেষ্ঠ সম্পাদক কার্ট বাদেনহসেন বলেন, ‘করোনাভাইরাসের মেসি-রোনালদোর মতো ফুটবল তারকাদের বেতন কমে যাওয়াতেই ইতিহাসে প্রথমবারের মতো কোনও টেনিস তারকা তালিকার শীর্ষে উঠেছেন।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭