ইনসাইড বাংলাদেশ

করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/05/2020


Thumbnail

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪০ জন মারা গেছে। এটি একদিনে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন রেকর্ড। বিশেষজ্ঞরা আগে থেকেই বলছিলেন যে, যখনই আক্রান্তের সংখ্যা বাড়বে, তখনই মৃত্যুর সংখ্যা বাড়বে। তাদের কথার সত্যতা প্রমাণ হলো।

গত ২৪ ঘন্টায় নতুন রোগীর সংখ্যাও আড়াই হাজার অতিক্রম করেছে। ২ হাজার ৫৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। ১১ হাজার ৮৭৬ জনের নমুনা পরীক্ষা করে এই রোগী পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট করোনা পরীক্ষা করা হলো ৩ লাখ ৮ হাজার ৯৩০ জনের। 

বাংলাদেশে এখন প্রতিদিন ২১ শতাংশের বেশি হারে করোনা রোগী শনাক্ত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে, একদিনে ৪০ জনের মৃত্যুর ঘটনাই সবচেয়ে উদ্বেগজনক। সবকিছু খুলে দেওয়ার ফলে এখন করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে। 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭