ইনসাইড বাংলাদেশ

করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন সেবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/05/2020


Thumbnail

প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিতদের জন্য নতুন সেবা চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও সিডিসি শাখা। নতুন এই সেবা কার্যক্রমের না ‘সিডিসি কেয়ার ফর অল’। অর্থাৎ সিডিসি আছে আপনার পাশে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্ততের নিয়মিত প্রেস ব্রিফিং এ এমন তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলাতানা।

এটা অনেকটা টেলিমেডিসিন সার্ভিসের মতো। তবে এখানে কেউ ফোন করবে না। বরং সিডিসি’র পক্ষ থেকে কল দিয়ে বিভিন্ন তথ্য সেবা দেওয়া হবে। বিষয়টি নিয়ে ব্রিফিং এ বলা হয়, করোনায় আক্রান্ত ব্যক্তিদের মোবাইলে কল করে তাদের খাবার দাবারে পুষ্টিগত বিভিন্ন দিক, বাড়ি কিংবা এর আশপাশ কিভাবে জীবাণুমুক্ত করা হবে ইত্যাদি বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকবে।

তবে এই পরিষেবাটি বর্তমানে সীমিত পরিসরে চালু করা হয়েছে। সিডিসির এই সেবাটি চালু করতে সহায়তা করেছে টেলিকম কম্পানী রবি। আর এই কারণে রবিকে ধন্যবাদও জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত এই মহাপরিচালক।     

 
 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭