ইনসাইড বাংলাদেশ

সাজুরা থাকলে বিএনপির প্রয়োজন নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2017


Thumbnail

সৈয়দ ওবায়দুল্লাহ সাজু। তিন বছর আগেও করতেন বিএনপি। আওয়ামী লীগে যোগ দিয়েই বনে যান নেতা। বরিশালের ‘হাসনাত’ পরিবারের কৃপায় হয়ে যান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। তারপর শুরু করেন টেন্ডারবাজি, চাঁদাবাজি। প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন বিভিন্ন বিষয়ে। থানা পুলিশে তদবির শুরু করেন। প্রশাসন তাঁর ভয়ে তটস্থ থাকে। সাজুর মতো এরকম আওয়ামী লীগারে এখন গোটা দেশ ভরে গেছে। এই সব নব্য আওয়ামী লীগারদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এরা প্রশাসনকে রীতিমতো ক্ষেপিয়ে তুলেছে। এদের অবৈধ কাজ করতে না পেরে অনেকে মাঠ থেকে ঢাকায় ফিরে আসতে চাচ্ছে। আর কোনো সৎ সাহসী, কর্মকর্তা যদি তাঁদের এসব অবৈধ এবং অনৈতিক কাজে সমর্থন না দেন, তাঁকে বদলি করে দেওয়া হয়, অথবা ফাঁসিয়ে দেওয়া হয়। তারিক সালমানের ক্ষেত্রে দুটিই হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে, তিনি নব্য আওয়ামী লীগারদের অনেক অনৈতিক এবং অবৈধ কাজে সম্মতি দেননি। এজন্য এক রকম চাপ সৃষ্টি করেই তাঁকে বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে বরগুনায় বদলি করা হেয়। প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার ছেলেকে নকলের অভিযোগে পরীক্ষার হল থেকে বহিস্কার করে তারিক সালমান রোষের পাত্র হন।

গতকাল শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার সংক্রান্ত নির্বাচক কমিটির বৈঠকে এই প্রসঙ্গ আসে। প্রধানমন্ত্রী এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাজুরা থাকলে তো আর বিএনপির দরকার নেই। আমরা প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক করতে চাই। পে-কমিশন দিচ্ছি। আর সাজুরা প্রশাসনকে ক্ষেপিয়ে দিচ্ছে।‘

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ‘এই সব হাইব্রিডরা আওয়ামী লীগকে ডোবাবে। এর প্রতিক্রিয়া সারাদেশে হয়েছে।‘

ওই বৈঠকে উপস্থিত থাকা আওয়ামী লীগের আরেক নেতা বলেন, ‘বরিশালের ঘটনা চরম পর্যায়ে যাওয়ার কারণে আমাদের নজরে এসেছে। দেশের বিভিন্ন স্থানে এরকম ঘটনা ঘটছে।‘ তিনি ব্রাহ্মণবাড়িয়া, নঁওগা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানের উদাহরণ দিয়ে বলেন, ‘ এরা আওয়ামী লীগের সর্বনাশ করছে।‘

প্রধানমন্ত্রী ওবায়দুল কাদেরকে বলেন, ‘সারাদেশের নেতা কর্মীদের জানিয়ে দাও, প্রশাসনের সঙ্গে এ ধরনের আচরণ বরদাশত করা হবে না। কর্মীরা কেন ইউএনও অফিসে যাবে? ছাত্রলীগ-যুবলীগের ডিসি অফিসে যাবার দরকার কী? প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এ ধরনের ঘটনা আর দেখতে চাই না।‘

বাংলা ইনসাইডার




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭