কালার ইনসাইড

তাহসানকে অভিনেতা বানাতে মোস্তফা কামাল সৈয়দের অবদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/06/2020


Thumbnail

তাহসান রহমান খানের অভিনয় ক্যারিয়ারে অনেক অবদান আছে সদ্য প্রয়াত মোস্তফা কামাল সৈয়দের। তাহসান বলেন,‘অনেক আগে একবার এক সাক্ষাতকারে আমি বলেছিলাম আমার টিভি ফিকশন এর ক্যারিয়ারে মোস্তফা কামাল সৈয়দের বেশ ভাল অবদান আছে। পরদিন পরিচালক আশফাক নিপুনের সঙ্গে দেখা ওনার, জানালেন আমাকে উনার ধন্যবাদ পৌঁছে দিতে। আশফাক নিপুন বলেন,‘আমার পরিষ্কার মনে আছে কথাগুলো "এত বড় তারকা হয়েও যে উনি আমাকে স্মরণ করলেন, সেইজন্যে আমার ধন্যবাদ উনাকে পৌঁছে দিয়েন। উনি তো আমার কথা না বললেও পারতেন, তাও বলেছেন, আমি কৃতজ্ঞ।" একজন নবীন অভিনয়শিল্পী তাহসান সম্পর্কে এমন কথা বলেছেন মোস্তফা কামাল সৈয়দ। এনটিভির বহু কাজে তাহসানকে কাস্ট করেছেন তিনি। পরিচালককে উৎসাহ দিয়েছেন তাহসানকে কাস্ট করার জন্য। তার মধ্যে থাকা প্রতিভাকে ফুটিয়ে তোলার জন্য অনুপ্রেরণা দিয়েছেন।

নিপুন বলেন,‘আর আমার মাথায় তখন ঘুরছিলো একসময় আফজাল, সুবর্ণাকে নিয়ে কালজয়ী `কূল নাই কিনার নাই` এর মত অসাধারণ সব নাটক বানানো, আসাদুজ্জমান নূর, রাইসুল ইসলাম আসাদ, হুমায়ূন ফরিদীদের দিয়ে নিয়মিত কাজ করিয়ে নেয়া একসময়ের দাপুটে ডাকসাঁইটে বিটিভির প্রযোজক, মহাপরিচালক এই বয়সে এসেও একেবারে তরুণ কাউকে এভাবে ধন্যবাদ দিতে চাচ্ছেন- এর চেয়ে বড় গুণ কি আর কিছু হতে পারে! বড় মনের মানুষরাই তো এমন হয়।’

তাহসান বলেন,‘জমিতে কৃষক ভাল ফসল ফলালে সবাই ফসলের দিকেই তাকিয়ে বাহাবা দেয় কিন্তু কৃষকের আর কেউ খোঁজ রাখেনা। কামাল স্যার দেশের এ শিল্পাঙ্গনে কত শিল্পীর মনে যে বীজ বপন করে ফসল ফলিয়েছেন, তার ইয়ত্তা নেই। সারাটা জীবন পর্দার অন্তরালে থেকেই মানুষকে ভালবাসা আর সেবা দিয়ে গেলেন। ভাল থাকুন স্যার। আসলে ওনার মত মানুষকে নিয়ে কিছু লেখার মত যোগ্যতাও তো আমার নেই !!! অনেক অনেক ভালবাসা আর শ্রদ্ধা আপনার জন্য স্যার।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭