ইনসাইড বাংলাদেশ

আবার লকডাউন, নাকি এভাবেই চলবে জীবন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/06/2020


Thumbnail

করোনার পিক সময়ে বাংলাদেশ ঝুঁকি নিয়েই অর্থনীতিকে সচল রাখার জন্য সব খুলে দিয়েছে। খুলে দেওয়ার আজ দ্বিতীয় দিন কাটলো। আজকের দিনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো গণপরিবহন চালু হয়েছে। মানুষের মধ্যে আগের চেয়ে বেশি আতঙ্ক দেখা দিচ্ছে। নিজের সচেতনতা, যেটিকে গত কয়েক দিনে মানুষ তোয়াক্কা করেনি, তার দিকে এখন নজর দেওয়ার প্রবণতা লক্ষ্যণীয়। মানুষ কিছুটা সচেতনভাবেই চলাফেরা করছে। মাস্ক ব্যবহার করছে, গ্লাভস ব্যবহার করছে। অনেকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিই ব্যবহার করেও রাস্তায় বেরুচ্ছে। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে, সরকার কি আবার লকডাউন দেবে? নাকি এভাবেই চলবে জীবন?

বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছেন যে, এটি নির্ভর করবে আগামী ৭ থেকে ১০ দিনের পরিস্থিতির উপর। আগামী ৭ থেকে ১০ দিন যদি পরিস্থিতির তেমন কোনো গুরুতর অবনতি না হয়, তাহলে আস্তে আস্তে অর্থনীতিকে সচল রাখার জন্য এভাবেই অভ্যস্ততা তৈরি করা হবে।

বাংলাদেশের মতো দেশের জন্য দীর্ঘদিন লকডাউন বা সবকিছু বন্ধ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটা করোনার চেয়েও ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা। এজন্য সরকার একটু ঝুঁকি নিয়ে হলেও সব খুলে দিয়েছে। তবে সরকারের একাধিক সূত্র বলছে যে, সরকার ১৫ জুন পর্যন্ত সব পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং করোনার পরিস্থিতি কোন দিকে যায় সেটির উপর নজর রাখবে।

বাংলাদেশে আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ। এখন অর্থবছরের শেষ সময় চলছে এবং জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে আগামী ১১ জুন। অর্থবছরের শেষে সরকারের একটা বড় ধরনের আর্থিক মীমাংসার প্রশ্ন জড়িত থাকে। আর এ কারণেই সরকার সবকিছু খুলে দিয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে যে করোনা পরিস্থিতি সেই পরিস্থিতিতে সবকিছু খুলে দেওয়ার পরিনাম কী হবে?

বিশেষজ্ঞরা মনে করছেন যে, সবকিছু খুলে দেওয়ার পরিনাম ভালো হবে নাকি খারাপ হবে সেটা বুঝতে কিছুটা সময় লাগবে। অন্তত এক সপ্তাহ থেকে ১০ দিনের আগে বোঝা যাবে না যে, বাংলাদেশে এই খুলে দেওয়ার ফলাফল কী হলো। বরং অনেকেই মনে করছে যে, খুলে দেওয়ার ফলে মানুষের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা বেড়েছে। এখন মানুষ বুঝতে পেরেছে যে, তার সুরক্ষা তার নিজের হাতে। জীবন জীবিকার জন্য মানুষকে সুরক্ষিত থাকতে হচ্ছে। এর ফলে সবচেয়ে লাভজনক হচ্ছে যেটি, তা হলো অর্থনীতির গতি সচল হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন যে, যদি বাংলাদেশে আগামী ১০ থেকে ১৫ দিন করোনার এই ধারাই থাকে, তাহলে সরকার আবার নতুন করে লকডাউন বা নতুন করে সবকিছু বন্ধের পথে যাবে না। পরিস্থিতির যদি গুরুতর অবনতি হয়, বিশেষ করে যদি মৃত্যুর হার অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে সরকার নতুন চিন্তা ভাবনা করতে পারে এবং কিছুদিনের জন্য লকডাউন দিতে পারে।

অবশ্য সরকার সবকিছু খুলে দিলেও অনেকগুলো সতর্কতা অবলম্বন করছে। বিশেষ করে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও খুলে দেওয়া হয়নি। বিভিন্ন ধরনের সমাবেশ ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। তাছাড়া সরকারি অফিস আদালতগুলোতে কাজকর্ম শুরু হলেও সেটি করা হয়েছে সীমিত আকারে। এই প্রেক্ষাপটেই মনে করা হচ্ছে যে, সরকার আসলে করোনার সঙ্গে বসবাস করতেই আগ্রহী। আবার লকডাউন করতে চায় না সরকার।

আবার লকডাউন করার কতগুলো নেতিবাচক দিকও রয়েছে। ১৫ দিন পর যদি আবার সবকিছু বন্ধ করে দেওয়া হয়, তখন মনে করা হবে যে, সরকার একের পর এক স্ববিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। একটা সিদ্ধান্ত নিয়ে আবার তা পরিবর্তন করছে। এ ধরনের ধারণাগুলো যেন জনমনে তৈরি না হয়, এ কারণেই সরকার মনে করছে যে পরিস্থিতির যদি খুব বড় অবনতি না হয়, তাহলে এভাবেই আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হবে। আর যদি পরিস্থিতির উন্নতি হয়, তাহলে সীমিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়া শুরু হবে ১৫ জুনের পর।

সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে যে, সরকার খুব আশাবাদী যে জুনের শেষ নাগাদ পরিস্থিতি বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। আর তাই এখন যদি সবকিছু আবার নতুন করে বন্ধ করে দেওয়া হয়, তখন সরকারের উপর নতুন করে একটা রাজনৈতিক নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে। যেটির ভার সরকার বহন করতে চায় না। আর এ কারণেই মনে করা হচ্ছে যে, সহজেই আবার সরকার লকডাউনের সিদ্ধান্তে ফেরত যাবে এমন ভাবার তেমন কোনো কারণ নেই, যদি না পরিস্থিতির গুরুতর অবনতি ঘটে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭