ইনসাইড বাংলাদেশ

তারেকের ফোন, ‘চাঁদা দিন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2017


Thumbnail

গার্মেন্টস ব্যবসায়ী তাঁর প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরত্বপূর্ণ বৈঠক করছেন। এমন সময় তাঁর মোবাইলে কল এলো। ব্যবসায়ী তাকিয়ে দেখলেন, লন্ডন থেকে ফোন এসেছে। মনে করলেন কোনো বিদেশী বায়ার হয়তো। ফোন ধরতেই, ও প্রান্ত থেকে বলা হলো, ‘আমি তারেক রহমান বলছি।‘ ব্যবসায়ী তো অবাক। তারপর তারেক বললেন, ‘কর্মীরা খুব কষ্টে আছেন, দলীয় কর্মসূচি আছে। টাকা প্রয়োজন। স্বেচ্ছাসেবক দলের ……… যাবে, তাঁকে টাকা দেবেন।’ ব্যবসায়ী প্রথমে ভাবলেন, এটা ভুয়া ফোন। কিছুদিন আগেও ভারতের নাম্বার থেকে কালা জাহাঙ্গীর, কিংবা শাহাদাতের নামে এসব ফোন আসতো। পরে জানা যেতো এগুলো খুচরা চাঁদাবাজ। কাজেই, পাত্তা দিলেন না। কিন্তু ঘণ্টাখানেক পর তাঁর পরিচিত স্বেচ্ছাসেবক দলের বড় নেতা ফোন করলেন। ফোন ধরতেই বললেন, ‘ভাইয়া ফোন করেছিল নিশ্চয়ই, আমি কখন আসবো?’ ওই নেতা এটাও স্মরণ করিয়ে দিলো ‘দেশের অবস্থা ভালো না, সামনে তো বিএনপি ক্ষমতায় আসছে। এখন যদি দল চালাতে হেল্প করেন, ভবিষ্যতে ভাইয়া মনে রাখবেন।‘ ব্যবসায়ী তো ভয়ে অস্থির। কী করবেন বুঝতে না পেরে কয়েকদিনের জন্য দেশের বাইরে চলে গেলেন।

এরকম একজন নয়, একাধিক ব্যবসায়ী। তারা ফোন পাচ্ছেন সরাসরি তারেক রহমানের কাছ থেকে।  তারেক তাঁদের স্মরণ করিয়ে দিচ্ছেন, বিএনপি তার জন্য কী করেছে। তারেকের ফোনের পরপরই যুবদল, ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দলের কেউ যোগাযোগ করছেন। বলছেন, সামনে অনেক খরচ। দলের ফান্ডে টাকা দেন। কিছু কিছু ব্যবসায়ী যারা বিএনপির সময় ব্যবসায়িক সুবিধা নিয়েছে, তারা টাকাও দিচ্ছে। অনেকে আবার ভবিষ্যতের কথা চিন্তা করেও টাকা দিচ্ছে। দু-একজন ব্যবসায়ী ফোন ধরছেন না।

এর আগেও ২০১৪ সালে তারেক বিএনপির তৃণমূলের কর্মীদের ফোন করতেন বলে জানা যায়। কোথায় বোমা মারতে হবে, কোন বাস পোড়াতে হবে- সেই সব নির্দেশনাগুলো আসতো তারেক রহমানের কাছ থেকে। গত এক সপ্তাহ ধরে তারেক দলীয় ফান্ডের জন্য টাকা চাইছেন। অধিকাংশ ব্যবসায়ী নিশ্চিত নন যে, ফোনটা আসলে তারেক করছেন না অন্য কেউ। তবে, দু একজন যারা অতীতে তারেকের সাথে কথা বলছেন, তাঁরা নিশ্চিত এটা তারেকই।

বাংলা ইনসাইডার




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭