ওয়ার্ল্ড ইনসাইড

উত্তাল যুক্তরাষ্ট্র, দোষ চীন-জিম্বাবুয়ের ঘাড়ে; আরও যত খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/06/2020


Thumbnail

পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনায় টানা সপ্তম দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। দিন যত যাচ্ছে সেখানে বিক্ষোভের আগুনও ততই বাড়ছে। তবে এর জন্য সামাজিক বৈষম্য নয়, বরং দোষটা জিম্বাবুয়ে ও চীনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন। এর প্রতিবাদে জিম্বাবুয়েতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির সরকার। গত রোববার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন জিম্বাবুয়ে ও চীনকে ‘বিদেশি প্রতিপক্ষ’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং ‘বিভেদের বীজ বপন’ করার অভিযোগ তোলেন। তবে এ বিষয়ে কোনও তথ্য-প্রমাণ দেখাতে পারেননি তিনি।

বিক্ষোভ থামানোর আহ্বান জানালেন ফ্লয়েডের ভাই

বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জর্জ ফ্লয়েডের ভাই টেরেন্স ফ্লয়েড। সোমবার টেরেন্স ফ্লয়েড বিক্ষোভকারীদের উদ্দেশে এমনটি বলেন । বিক্ষোভকারীদের উদ্দেশে টেরেন্স ফ্লয়েড বলেন, আমি বুঝতে পারছি আপনাদের ক্ষোভ। আমি আমার ভাইকে আর ফিরে পাবো না। নিজেদের পরিবারকে শান্তি প্রিয় উল্লেখ করে টেরেন্স ফ্লয়েড বলেন, আপনার আন্দোলন করেছেন। আপনারা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। তারা (পুলিশ) চায় যাতে আমাদের ক্ষতি হয়। আসুন আমরা অন্য পন্থায় এই বিক্ষোভ প্রদর্শন করি।

জর্জ ফ্লয়েডকে হত্যা করা হয়েছে: ময়নাতদন্ত

এক ময়নাতদন্তের প্রতিবেদনে জর্জ ফ্লয়েডের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। গত ২৫ মে জর্জ ফ্লয়েডকে নিরস্ত্র অবস্থায় নির্যাতনের পর তার মৃত্যু হয়। ঘাড়ে ও পিঠে ক্রমাগত হাঁটু দিয়ে চাপ দিয়ে রাখার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েড। মিনিয়াপলিসের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার ঘাড় চেপে ধরেন। আট মিনিটের বেশি সময় ধরে এভাবে হাঁটুর চাপে শ্বাসরোধে মৃত্যু হয় ফ্লয়েডের। ময়নাতদন্তের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে এমনটাই জানিয়েছেন জর্জ ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প। তিনি জানান, ঘাড়ের উপর ক্রমাগত হাঁটুর চাপ পড়ায় মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল ফ্লয়েডের। একই সঙ্গে তার ওপর পুলিশ কর্মকর্তা চেপে বসে থাকায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। বার বার আকুতি জানিয়েছিলেন তিনি। নিঃশ্বাস নিতে পারছেন না বলে কাতর কণ্ঠে জানিয়েছিলেন ফ্লয়েড। কিন্তু ওই পুলিশ কর্মকর্তার মন গলেনি তাতে।

রাবার বুলেটে চোখ হারালেন সাংবাদিক

অগ্নিগর্ভ যুক্তরাষ্ট্রে বিক্ষোভের ছবি ক্যামেরাবন্দি করতে গিয়ে চোখ হারালেন এক সাংবাদিক। দুই সন্তানের মা লিন্ডা টিরাদো নামে ৩৭ বয়সী ওই সাংবাদিকের দাবি, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়েছে। সে সময় রাবার বুলেট তার চোখে আঘাত করেছে। ফলে চিরদিনের মতোই তার ওই চোখ দৃষ্টি হারালো বলে জানিয়েছেন লিন্ডা।

বিক্ষোভ দমাতে সেনা নিয়োগের ঘোষণা ট্রাম্পের

আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে বর্বরোচিতভাবে হত্যার ঘটনার শুরু হওয়া বিক্ষোভ দমাতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার সেনা নিয়োগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় দাঙ্গা ও লুট বন্ধে তিনি সেনাবাহিনী নিয়োগের এ ঘোষণা দেন।

দুই মাস পর লকডাউন তুলে নিল মস্কো

রাশিয়ায় মহামারি করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। আক্রান্তের দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরপরই এখন দেশটির অবস্থান। অথচ মস্কো নগর কর্তৃপক্ষ শহরে ৯ সপ্তাহ আগে জারি করা লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে।

স্কুল খোলার প্রথম দিনেই ব্রিটেনে বিশৃঙ্খলা

করোনা ভাইরাস লকডাউনের কারণে প্রায় দশ সপ্তাহ বন্ধ থাকার পর ব্রিটেনের কিছু প্রাইমারি স্কুল গতকাল থেকে খুলেছে। প্রথম দিনেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রথম দিনেই প্রায় অর্ধেক বাবা-মা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাননি। শিশুদেরকে এই মহামারীর মধ্যে স্কুলে পাঠানো কতটা নিরাপদ তা নিয়ে ব্রিটেনে ব্যাপক বিতর্ক আছে। 

মার্কিন হুমকি সত্ত্বেও ভেনিজুয়েলায় তেল রপ্তানি করবে ইরান

যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ভেনিজুয়েলায় তেল রপ্তানি করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি। তিনি গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, তেহরান কারাকাসের সঙ্গে মুক্ত বাণিজ্যের নীতিতে বিশ্বাসী। কারাকাস যদি আরো তেলের অর্ডার দেয় তাহলে সেগুলো পাঠানোর জন্য তেহরান প্রস্তুত।

চীন সীমান্তে চোরাচালানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত উত্তর কোরিয়ার

চীন-উত্তর কোরিয়ার সীমান্তের কিছু অংশে চোরাচালান কার্যক্রমের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ। ১৫ জুন থেকে এ কার্যক্রম শুরু হবে। পাচারকারীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা পাওয়ার শর্ত সাপেক্ষে এ অনুমোদন দেয়া হয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ডেইলি এনকে এ খবর প্রকাশ করেছে।

১৯ জুন ভারতে রাজ্যসভার ১৮ আসনে নির্বাচন

ভারতের রাজ্যসভার ১৮টি আসনে ভোট-গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন। এমনটাই জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। মহামারি করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে মার্চে নির্ধারিত থাকা রাজ্যসভার ভোট-গ্রহণ পিছিয়ে যায়। লকডাউনের কড়াকড়ি কিছুটা শিথিল করায় রাজ্যসভায় ভোট গ্রহণের দিন ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

লন্ডনের চা খাচ্ছেন নওয়াজ শরিফ! ফিরিয়ে বিচারের দাবি

গুরুতর অসুস্থ হয়ে দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন লন্ডনে। কিন্তু সম্প্রতি তোলা এক ছবিতে দেখা গেছে লন্ডনে এক রেস্তোরাঁয় বসে চা পান করছেন ৭০ বছর বয়সী শরিফ। ছবিতে নওয়াজের সঙ্গে আছেন তার নাতনিও। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সমালোচনা করেছেন পাকিস্তানে ক্ষমতাসীন তেহরিক-ই ইনসাফ দলের সদস্যরা। তাদের দাবি, শরীফকে অবিলম্বে পাকিস্তানে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা হোক।

লাদাখ সীমান্তে গভীর রাতে হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে ভারত

লাদাখে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ধীরে ধীরে সীমান্তে শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় প্রতিদিন গালওয়ান উপত্যকায় কাশ্মীর থেকে লাদাখে আসছেন ভারতীয় সেনা জওয়ানরা। একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানিয়েছেন, ‘‌বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই কাশ্মীর থেকে সেনা জওয়ানদের সরিয়ে লাদাখের চীন সীমান্তে নিয়ে আসা হচ্ছে।’‌ বর্তমান পরিস্থিতি বলতে তিনি যে চীন আর ভারতের সাম্প্রতিক দ্বন্দ্বের কথা বলছেন, সেটা স্পষ্ট। তিনি জানিয়েছেন, স্পষ্ট করে সংখ্যাটা সরকারি হিসাবে না বললেও সেনা নিজের মতো করে তার রসদ মজুত করার কাজ শুরু করে দিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭