ইনসাইড গ্রাউন্ড

২০২৩ বিশ্বকাপ নিজেদের করতে চান মাহামুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/06/2020


Thumbnail

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১৩ তম আসর। ভারতের কন্ডিশন বাংলাদেশ দলের জন্য যে অনুকূলে হবে সেটা জানা কথা। আর তাই এই বিশ্বকাপ নিয়ে আশাবাদী হতেই পারে টাইগাররা। সেই ধারায় এই বিশ্বকাপ জিতে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে চান বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

সোমবার (১ জুন) বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে এমনটা প্রত্যাশা ব্যক্ত করেছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক। মাহমুদউল্লাহকে অনুষ্ঠান সঞ্চালক প্রশ্ন করেছিলেন ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে। জবাবে তিনি বলেছেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্যের কথা যদি বলি তাহলে বলবো যে আমরা ২০২৩ বিশ্বকাপ জিততে চাই। আর নিজেকে কোথায় দেখতে চাই সেটি নিয়ে আমি এখনও চিন্তা করি না।’

করোনাভাইরাসের কারণে সংক্রমণের শঙ্কায় রয়েছে প্রতিটি মানুষ। এমতাবস্থায় বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমার কাছে মনে হয় বেঁচে থাকাই এখন অনেক বড় চ্যালেঞ্জের। আগে বেঁচে থাকতে হবে, ঠিক থাকতে হবে এরপরে অন্য জিনিস নিয়ে ভাবা যাবে। প্রতিটি দিনই এখন চ্যালেঞ্জের।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭