ইনসাইড গ্রাউন্ড

কখনো বাজে কথা বলিনি- দাবি নাসিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/06/2020


Thumbnail

টাইগার ক্রিকেটের ‘ব্যাড বয়’ খ্যাত নাসির হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কখনো বাজে কথা বলেননি তিনি। সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে নাসিরের আলাপকালে আন্তর্জাতিক ক্রিকেটে স্লেজিংয়ের প্রসঙ্গ উঠে আসে। সেখানেই তিনি জানান, ঘরোয়া ক্রিকেটে স্লেজিংয়ে পটু হলেও আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনো কাউকে বাজে কথা ব্যবহার করে স্লেজিং করেননি।

নাসির বলেন, ‘চাইলেই আন্তর্জাতিক ক্রিকেটে স্লেজিং করা যায় না। তখন তো চারদিকে ক্যামেরা থাকে, মাইক্রোফোন থাকে। একেবারে যে করিনি তা না, টুকটাক করেছি। তবে সেটা ক্রিকেটীয় ভাষায় যতটুকু বলা যায়। ব্যাটসম্যান আমাদের বোলারদের ভয় পাচ্ছে এই ধরণের কিছু কথাবার্তা বলেছি। তবে কখনো বাজে কথা বলিনি।’

কেউ স্লেজিং করলেও চুপ থেকেছেন নাসির। এ বিষয়ে কথা বলতে গিয়ে একটি ঘটনা উল্লেখ করেন তিনি। এই ব্যাটিং অলরাউন্ডার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একবার খেলা খুব রোমাঞ্চকর পর্যায়ে ছিল। আমাদের খুব বেশি রান তাড়া করতে হত না। আবার ওয়েস্ট ইন্ডিজের অল্প কিছু উইকেট দরকার ছিল। আমি আর সৌরভ (বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক) একটা পার্টনারশিপ গড়েছিলাম।’

নাসির যোগ করেন, ‘শেষদিকে পোলার্ড আমাকে বলছিল- ছক্কা মারো, ছক্কা মারো। সে যে করেই হোক আমার মনোযোগ নষ্ট করার চেষ্টা করছিল। কভার অঞ্চল দেখিয়ে বারবার বলছিল- ছক্কা মারো, তোমার গায়ে শক্তি আছে। আমি ওকে বললাম- আমার গায়ে শক্তি নেই, আমি এখন ছক্কা মারতে চাই না।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭