ইনসাইড এডুকেশন

চার কলেজে আলাদা ভর্তি কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/06/2020


Thumbnail

রাজধানীর নটরডেম, হলিক্রসসহ চারটি খ্রিষ্টান মিশনারী পরিচালিত কলেজের নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) কলেজ কর্তৃপক্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলেও তা বাতিল করা হয়েছে। 

এর আগে ২০ জুনের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করার নির্দেশনা দেয় ঢাকা শিক্ষা বোর্ড। তার ঠিক আগেরদিন ১ জুন শিক্ষা মন্ত্রণালয় মিশনারী পরিচালিত তিনটি কলেজ অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে নিজস্ব পদ্ধতিতে ভর্তির অনুমোদন দেয়।

প্রসঙ্গত যে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলেও করোনার ভয়ে একাদশ শ্রেণিতে ভর্তির কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার। কিন্তু নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজকে ২০ জুনের মধ্যে ভর্তি শেষ করার আদেশ দেয়। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে গতকাল বুধবার (৩ জুন) বোর্ড থেকে জানানো হয় গত মঙ্গলবারের আদেশটি স্থগিত করা হয়েছে। স্থগিত-সংক্রান্ত নির্দেশনা জারি হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭