ইনসাইড বাংলাদেশ

চালু হলো আরো দুটি ট্রেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/06/2020


Thumbnail

দুই মাসের বেশি বন্ধ থাকার পর গত ৩১ মে চালু হয় ৮টি আন্তঃনগর ট্রেন। গতকাল বুধবার চালু হয়েছে আরো নয়টি। আর আজ বৃহস্পতিবার চালু হলো আরও নতুন দুটি ট্রেন। এ দুটি হচ্ছে- ঢাকা-বেনাপোল রুটের ‘বেনাপোল এক্সপ্রেস’ এবং ঢাকা-কুড়িগ্রাম রুটের ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’।

করোনাকালে আম পরিবহনে আগামীকাল শুক্রবার থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলবে ‘ম্যাঙ্গো স্পেশাল’ পার্সেল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের মৌসুমে চলবে এই লাগেজ ট্রেনটি।

প্রসঙ্গত যে, করোনার সংক্রমণ রোধে ট্রেন চলছে অর্ধেক আসন খালি রেখে। স্বল্প দূরত্বের স্টেশন যেমন ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদীতে থামছে না। ট্রেনে ওঠা যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে বলে জানা গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭