ইনসাইড ইকোনমি

শিক্ষা খাতে কেমন বরাদ্দ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/06/2020


Thumbnail

জাতীয় সংসদে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করা হবে আজ (বৃহস্পতিবার)। বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের ৪৯তম এবং তার নিজের দ্বিতীয় বাজেট উপস্থাপন করবেন। নতুন এই বাজেটের আকার হতে পারে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

জানা গেছে, আসন্ন বাজেটে জনপ্রশাসন খাতের পর সবচেয়ে বেশি বরাদ্দ বাড়ছে শিক্ষা খাতে। এ খাতে চলতি অর্থবছরের চেয়ে ৮ হাজার ৭২১ কোটি টাকা বাড়িয়ে ৮৫ হাজার ৭৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে।

বাজেট নিয়ে সর্বশেষ প্রাপ্ত তথ্য থেকে দেখা যায়, নতুন বাজেটে সর্বোচ্চ ব্যয় হবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, গ্রুপ ভিত্তিক খাতে। এ খাতে নিট ব্যয় হবে ৪ লাখ ৪ হাজার ৫১০ কোটি টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ ৩ লাখ ৭৪ হাজার ৮০৮ কোটি টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে সুদ পরিশোধ খাতে। এজন্য ৬৩ হাজার ৮০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭