সোশ্যাল থট

প্রেম প্রতারনার নতুন ফাঁদ হয়ে উঠছে ফেইসবুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/06/2020


Thumbnail

বাংলাদেশের মিঠুন বিশ্বাসের সঙ্গে ২০১৫ সাল থেকে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মার্কিন তরুণী এলিজাবেথের। আর মাত্র ২ বৎসর পরেই ২০১৭ সালের প্রেমের টানে এলিজাবেথ চলে আসেন বাংলাদেশের ঝিনাইদহের এক গ্রামে। আসার সপ্তাহখানের মধ্যেই এলিজাবেথ বিয়ে করেন মিঠুন বিশ্বাসকে। বর্তমানে বেশ ভালো চলছে তাঁদের সংসার জীবন। গত বছরের ফেব্রুয়ারি মাসে দুজনে সুন্দর জীবন গড়ার স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। আর মিলেমিশে বসবাস করছেন ভার্জিনিয়া শহরে। সেখানে দুজন দুটি প্রতিষ্ঠানে চাকরি করছেন বলে জানা যায়। করোনা সংকটের আগে প্রেমের টানে ভিনদেশি তরুণীদের বাংলাদেশে ছুটে আসার গল্প ছিল মানুষের মুখে মুখে। অবশ্য করোনাও এমন প্রেমকে হার মানাতে পারেনি। এই কয়দিন আগেই প্রাণঘাতী করোনা সংকটের মধ্যে বাংলাদেশি এক মেয়ে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেন পাকিস্তানি এক ছেলেকে। বেশ ভিন্ন রকম এক আবহে এমন বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ে সম্পন্ন হলে কাজিকে বেশ খুশি দেখাল, এমন বিয়েতে উপস্থিত থাকতে পেরে তিনি বেশ আনন্দিত বলে জানালেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ভার্চুয়াল প্রেম পরিণতি যেন অহরহই ঘটছে। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হল ফেইসবুক। তাই এখানে বেশিরভাগ ঘটনাই ঘটে ফেইসবুক কেন্দ্রিক। সাম্প্রতিক সময়গুলোতে ফেইবুক কেন্দ্রিক প্রেম কিংবা ভালোবাসা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারণাপূর্ণ বলে জানান অনেকেই। তাদের মতে, ফেইবুককে কাজে লাগিয়ে এখন অনেকেই সংঘবদ্ধ অপরাধ সংগঠিত করছে। আর এমন সংগঠিত অপরাধমূলক কাজের বেশিরভাগই হল প্রতারণা। বিশেষ করে প্রেমের সম্পর্ক তৈরির মাধ্যমে একটা সময় প্রতারণা করাই এদের কাজ। এরপর শুরু হয় ব্লাকমেইল করা। এর মাধ্যমে পরবর্তীতে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নেয় বলে জানা যায়। তাছাড়া, অন্যরকম বিষয়ও আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কারণেই অনেকেই এখন একাধিক রিলেশনে থাকে বলেও জানা যায়। একজনের সাথে ব্রেকআপ হলেও যেন আরেকজন পরবর্তী ডেটিং এর জন্য রেডি থাকে। এমনটাই ঘটছে বলে জানান অনেক তরুণ। অবশ্য বেশ কয়েকজন তরুণীও এমন অভিযোগ করে। ফলে বোঝাই যাচ্ছে, ছেলে কিংবা মেয়ে কারোই খুব একটা ভরসা নাই এমন ফেইসবুক কেন্দ্রিক সম্পর্কের উপর।

অবশ্য মনোবিজ্ঞানীদের মতে, প্রযুক্তির যেমন অনেক উপকারিতা রয়েছে। তেমনি বেশ কিছু অপকারিতাও রয়েছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কেন্দ্রিক কিংবা ভার্চুয়াল জগতে যে সমস্ত বিষয় চর্চিত বা অনুশীলন হচ্ছে এতে করে একসময় তা তরুণ তরুণীদের আচরণগত একটা পরিবর্তন চলে আসতে পারে। কারণ নেতিবাচক দিকগুলো ভার্চুয়ালি চর্চা করতে করতে একসময় ব্যক্তিগত জীবনেও এমন প্রভাব পড়তে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭