ওয়ার্ল্ড ইনসাইড

মৃত্যুর মিছিলে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/06/2020


Thumbnail

করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর হিসেবে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে গেল ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে মারা গেছে ৩৮৪ জন। আর যুক্তরাষ্ট্রে ২৮৫ জন। করোনায় একের পর এক খারাপ সংবাদের ভিড়ে আজ কিছুটা আশা জাগানিয়া তথ্যও পাওয়া গেছে। তা হলো গত দু’দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে করোনাভাইরাসে মৃত্যু আর নতুনভাবে রোগী শনাক্তের সংখ্যা।

একদিনে বিশ্বে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৫৪ জন। নতুনভাবে এক লাখ ৬৩ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯। যা গত দুদিনের চেয়ে কম। 

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। নতুনভাবে টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার মতো কয়েকটি রাজ্যে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। এতে কিছুটা শঙ্কিত স্থানীয় প্রশাসন। লকডাউন শিথিল হলেও ফের কড়াকড়ি আরোপ করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে।

রোববার সর্বোচ্চ ৬ শতাধিক মৃত্যু দেখেছে মেক্সিকো। ব্রাজিলেও ৫৫৫ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ৫৮ হাজার ছুঁইছুঁই।

অন্যদিকে ইউরোপের দেশগুলোয় অনেকটাই নিয়ন্ত্রণে করোনাভাইরাস। তবে সেসব দেশে দ্বিতীয় দফায় মহামারীর শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭