ওয়ার্ল্ড ইনসাইড

করোনার ৬ মাস: মৃত্যু পাঁচ লাখ আট হাজার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/06/2020


Thumbnail

বিশ্বে করোনা ভাইরাস জানান দেওয়ার ছয় মাস হলো আজ। গত ডিসেম্বরের শেষ দিনটাতেই চীনের উহানে এই ভাইরাস সংক্রমণের কথা জানিয়েছিল চীন। এরপর থেকে গত ছয় মাসে মৃতের সংখ্যা পাঁচ লাখ আট হাজার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি চার লাখ আট হাজার ৪৩৩। এর মধ্যে পাঁচ লাখ আট হাজার ৭৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৫৬ লাখ ৬৪ হাজার ৪০৭ জন।
 
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৮১ হাজার ৮১১। মৃত্যু হয়েছে এক লাখ ২৮ হাজার ৭৮৩ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭০ হাজার ৪৮৮। এর মধ্যে ৫৮ হাজার ৩৮৫ জনের মৃত্যু হয়েছে।

রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৪১ হাজার ১৫৬। এর মধ্যে ৯ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৫৩১। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭