ওয়ার্ল্ড ইনসাইড

ইরানে স্বাস্থ্যকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/07/2020


Thumbnail

ইরানের রাজধানী তেহরানের একটি স্বাস্থ্যকেন্দ্রে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী বলে জানা গেছে। মঙ্গলবারের এই ঘটনায় সিনা আথার নামক ক্লিনিকটিতে ১৯জন  নিহত ছাড়াও আহত হয়েছেন আরো অন্তত ছয় জন।

জানা গেছে, বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী বলে কর্মকর্তারা জানিয়েছে।

তেহরান দমকল বাহিনীর মুখপাত্র জালাল মালেকি ইরানের বার্তা সংস্থা ইসনাকে বলেন, হতাহতদের মধ্যে অনেকে ক্লিনিকে উপরের তলায় অপারেশন রুমে ছিলেন। দুর্ভাগ্যবশত তাপ এবং ঘন ধোঁয়ায় তারা প্রাণ হারিয়েছেন। গ্যাস লিকের কারণে তেহরানের ক্লিনিকটিতে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭