ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/07/2020


Thumbnail

করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমণের নতুন রেকর্ড হলো। বুধবার সেখানে সাড়ে ৬শ’ মানুষের প্রাণহানি হলেও আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ। ওয়ার্ডোমিটার এর তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে ৫১ হাজার ৯৭ জন। এ নিয়ে সেখানে মোট সংক্রমণের শিকার হয়েছে ২৭ লাখ ৭৭ হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ হাজার ৫৭ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজারের বেশি।

আরেক হটস্পট মেক্সিকোতে এক দিনে প্রাণ গেছে প্রায় সাড়ে ৬শ’ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২৮ হাজারের কাছাকাছি।

দক্ষিণ এশিয়ায় করোনার কেন্দ্র ভারতে আক্রান্ত ৬ লাখ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত মারা গেছে ১৭ হাজার ৮৪৮ জন। এর মধ্যে শুধু গতকালই মৃত্যু হয়েছে ৪৪৮ জনের।

প্রসঙ্গত যে, করোনায় গত এক দিনে বিশ্বজুড়ে আরও প্রায় ৫ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ১৮ হাজারের বেশি। নতুন করে শনাক্ত হয়েছে প্রায় দুই লাখ মানুষ। বিশ্বে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখের কাছাকাছি।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭