ইনসাইড বাংলাদেশ

২ হাজার মৃত্যুর পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/07/2020


Thumbnail

করোনায় ২ হাজার মৃত্যুর খুব কাছাকাছি চলে আসলো বাংলাদেশ। আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯০০ অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩৮ জন করোনা রোগী। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৯২৬ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বিফিং উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বাংলাদেশে করোনায় মৃত্যুর মিছিল খুব দ্রুতই দীর্ঘ হচ্ছে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত ৮ মার্চ। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। গত ২০ এপ্রিল দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ১০০ অতিক্রম করে। এরপর ২৫ মে ছাড়িয়ে যায় ৫০০ এর কোটা। পরবর্তী ৫০০ অতিক্রম করতে লাগে মাত্র ১৫ দিন। ১০ জুন দেশে করোনায় মৃত্যু ১ হাজার অতিক্রম করে। আর দেড় হাজার ছাড়িয়ে যায় ২২ জুন। অর্থাৎ তৃতীয় দফায় ৫০০ জনের মৃত্যু হয় মাত্র ১২ দিনে। আর এখন প্রতি দুই দিনে দেখা যাচ্ছে ১০০ জনের মৃত্যু হচ্ছে। অর্থাৎ মৃত্যুর হার খুব দ্রুতই বাড়ছে।

গত মার্চে সব মিলিয়ে করোনায় মারা যান মাত্র ৫ জন। এপ্রিল মাসে এই ভাইরাস কেড়ে নেয় ১৬৩ জনের প্রাণ। মে মাসে এই সংখ্যা এপ্রিলের তুলনায় প্রায় তিন গুণ হয়ে যায়, মারা যান ৪৮২ জন। মৃত্যুর মিছিল বাড়তে থাকে জুনে।

জুন মাসের পরিসংখ্যান বলছে, কেবল এই মাসেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেনও প্রায় ১২শ মানুষ। এই মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ১৯৭ জন, যা মে মাসের মৃত্যুর প্রায় আড়াই গুণ। করোনায় মোট মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশ ঘটেছে এই জুন মাসে। সুনির্দিষ্টভাবে বললে, ৬৪ দশমিক ৮১ শতাংশ মৃত্যুর ঘটনাই ঘটেছে এই মাসে।

এ মাসেও মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বিশেষজ্ঞরা শুরু থেকেই বলছিলেন, আক্রান্ত যত বাড়বে, মৃত্যুও তত বাড়বে। বিশেষজ্ঞদের কথাই এখন সত্য প্রমাণিত হচ্ছে। এ সপ্তাহে গত ২০ জুন এক দিনে মৃত্যু হয় ৬৪ জনের, যা এখন পর্যন্ত রেকর্ড। এ মাসেই দৈনিক মৃত্যু একশ ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭