ইনসাইড বাংলাদেশ

৪৮ ঘন্টায় করোনা আক্রান্তের নতুন রেকর্ড 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/07/2020


Thumbnail

৪৮ ঘন্টার ব্যবধানে ভেঙে গেল করোনা সংক্রমণের আগের রেকর্ড। আগে দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল ৪ হাজার ১৪ জন। দুদিন আগেই এই রেকর্ড স্থাপিত হয়েছিল। সেই রেকর্ডের ৪৮ ঘন্টা পেরোতেই আজ দৈনিক শনাক্ত ৪ হাজার ১৯ জনের পৌছালো। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেল। 

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ১৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৭৭৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৭০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৮ লাখ ২ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৯২৬ জনে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭