ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে হ্যাটট্রিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/07/2020


Thumbnail

টানা তিনদিন ৫০ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো যুক্তরাষ্ট্রে। এর মাধ্যমে দেশটিতে করোনার নতুন রেকর্ড স্থাপিত হলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ৫৭ হাজার ৬৮৩ জন আক্রান্ত হয়েছেন। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। 

পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২৭ লাখ ৯৩ হাজার ২২ জনে দাঁড়ালো। এর আগের ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৫৩ হাজার ৬৯ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে আরো ৭২৮ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৯ হাজার ৪০৫ জনে দাঁড়ালো।

বর্তমানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য গুলোতে করোনাভাইরাসের নতুন বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কোভিড-১৯ ভাইরাসে মৃতের ও আক্রান্তের সংখ্যা আবার অনেক বেড়ে যাওয়ার কারণে এ দুই অঞ্চলের রাজ্যগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে।

করোনায় আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ আট হাজার ৯৯১। এর মধ্যে ৬২ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে।

রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৬৭ হাজার ৮৮৩। এর মধ্যে ৯ হাজার ৮৫৯ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১০ লাখ ৮৭ হাজার ৪৩৯। এর মধ্যে পাঁচ লাখ ২৬ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৬২ লাখ ১২ হাজার ৪০৪ জন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭