ইনসাইড গ্রাউন্ড

মাত্র ৯ দিনে করোনা জয় জকোভিচের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/07/2020


Thumbnail

১৭ বারের গ্রান্ড স্লাম জয়ী টেনিস তারকা নোভাক জকোভিচ করোনা মুক্ত হয়েছেন। বিতর্কিত টেনিস টুর্নামেন্ট আয়োজন করে জকোভিচ করোনায় আক্রান্ত হয়েছিলেন। অবশ্য এরপরে সেই টুর্নামেন্ট আয়োজনের জন্য দুঃখ প্রকাশও করেছিলেন। এবার করলেন করোনা জয়। পিসিআর টেস্টে করোনা নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছে এই টেনিস তারকার মিডিয়া টিম।

আলোচিত ‘আদ্রিয়া ট্যুর’ টেনিস টুর্নামেন্ট খেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নোভাক জকোভিচ, গ্রিগর দিমিত্রভ, বোরনা কোরিচ ও ভিক্টর ত্রোইচকি। সুস্থ হয়ে উঠেছেন সবাই। সুস্থ হয়েছেন জকোভিচের স্ত্রী ইয়েলেনাও।

নাম্বার ওয়ান টেনিস তারকা জকোভিচের করোনা ধরা পড়ে ৯ দিন আগে। চিকিৎসা নেয়ার পর তার শরীরে করোনার কোনো উপসর্গ না থাকায় ডাক্তারের পরামর্শে আবার টেস্ট করান জকোভিচ। টেস্টে তিনি ও তার স্ত্রী দুজনের ফলই এসেছে নেগেটিভ। 

জুনের মাঝামাঝিতে জকোভিচের উদ্যোগে তার দেশ সার্বিয়া ও প্রতিবেশী ক্রোয়েশিয়ায় আয়োজন করা হয় আদ্রিয়া ট্যুর টেনিস আসরের। প্রথম লেগের ম্যাচগুলো সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় লেগ ক্রোয়েশিয়ার জাদার শহরে অনুষ্ঠিত হয় ২০-২১শে জুন।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭