ইনসাইড গ্রাউন্ড

৭ দিনের ব্যবধানে দ্বিতীয় শিরোপা বায়ার্নের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/07/2020


Thumbnail

বুন্দেসলিগার শিরোপা উঁচিয়ে ধরার ৭ দিন পর ডিএফবি পোকালের শিরোপাও উঁচিয়ে ধরল বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ফাইনালটা শেষ পর্যন্ত সহজই হয়েছে বাভারিয়ানদের। রেকর্ড ২০ তম বারের মতো জার্মান কাপ ঘরে তুলল বায়ার্ন। এটি তাদের ১৩তম ঘরোয়া ডাবল। এছাড়া ক্লাবের ইতিহাসে ২৬ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়েছে হেন্স-ডাইটার ফ্লিকের দল। টানা ১৭ ম্যাচে জয়ও বায়ার্নের আরেকটি রেকর্ড।

ম্যাচের ১৬তম মিনিটেই এগিয়ে যায় তারা। দারুণ এক ফ্রি-কিকে জাল খুঁজে নেন অস্ট্রিয়ার ডিফেন্ডার ডেভিড আলাবা। ২৪ মিনিটে জসুয়া কিমিচের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার জিনাব্রি। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে এসেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। ৩৫ গজ দূর থেকে জোরালো এক শটে গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করেন লেভানদোভস্কি। যদিও তার এই গোলে লেভারকুসে গোলরক্ষক লুকাস হারাডেটসকিরও অবদান কম নয়। তিনি বল ঠিকমতো ধরতে না পারায় সেটি গোললাইন পেরিয়ে যায়।

৬৩ মিনিটে দারুণ হেডে গোল করে লেভারকুসেনের সমর্থকদের আশা দেখিয়েছিলেন জার্মান ডিফেন্ডার বেনডার। তবে লেভানদোভস্কি সেই আশা মিলিয়ে দেন শেষ সময়ে এসে। ৮৯তম মিনিটে ইভান পেরিসিচের পাস থেকে আলতো টোকায় গোলরক্ষকের ওপর দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন পোলিশ স্ট্রাইকার। অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে সান্ত্বনাসূচক একটা পেনাল্টি পায় লেভারকুসেন। কাই হাভার্টজ গোলও করেন। তবে ৪-২ গোলে শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭