ইনসাইড গ্রাউন্ড

ম্যাচ হেরে পাকিস্তানের কাছে ক্ষমা চাইতো ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/07/2020


Thumbnail

করোনা জয় করে ফিরেই বিতর্কে জড়ালেন শহিদ আফ্রিদি। সাবেক এই ক্রিকেটারের দাবি, একসময় পাকিস্তানের কাছে হারতে হারতে নাকি ম্যাচ শেষে ক্ষমা প্রার্থনা করত ভারতীয় ক্রিকেটাররা! যদিও আফ্রিদি জানিয়েছেন, ভারত-অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর বিপক্ষে খেলতে সবসময়ই স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি।

গত বৃহস্পতিবার কোভিড-১৯ থেকে সেরে ওঠার খবর জানিয়েছেন আফ্রিদি। এরপরই পাকিস্তানের এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে সাবেক পাকিস্তান অধিনায়ক বিস্ফোরক মন্তব্য করলেন ভারত-পাকিস্তান লড়াই প্রসঙ্গে।

আফ্রিদি বলেন, ‘ভারতের বিপক্ষে খেলতে সবসময়ই উপভোগ করেছি, কারণ চাপ বেশি থাকে। আমরা ওদেরকে ভালোভাবে হারিয়েছি, বেশ ভালোভাবে। ওদেরকে আমরা এত হারিয়েছি যে ম্যাচ শেষে ওরা আমাদের কাছে ক্ষমা চাইত।’

অবশ্য পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার (১৯৯৬ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের মে পর্যন্ত) এর মধ্যে সকল ধরণের ফরম্যাট মিলিয়ে ভারত-পাকিস্তান উভয় দলই জয় পেয়েছে সমান সংখ্যক। যদিও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে জয়ের সংখ্যায় এগিয়ে পাকিস্তান। শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে এগিয়ে ভারত।   

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭