ওয়ার্ল্ড ইনসাইড

পানশালা খুলতেই বেসামাল ব্রিটেন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/07/2020


Thumbnail

ব্রিটেনে দীর্ঘ সময় পর পানশালা খুলতেই শুরু হয়েছে বিশৃঙ্খলা। গতকাল শনিবার পানশালা খোলার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা দেখে বিস্মিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নববর্ষে আইনশৃঙ্খলা রক্ষায় যত সৈন্য নিয়োগ করা হয়, ব্রিটেনের লিচেস্টারে তারচেয়ে বেশি সৈন্য নিয়োগ দিতে হয়েছে।

তিন মাস লকডাউন থাকার পর ব্রিটেনে খুলেছে নানা ধরণের বিনোদন কেন্দ্র। পানশালায় খুলতেই হাজার হাজার ব্রিটিশ জড়ো হোন সেখানে। এসময় তারা সামাজিক দূরত্বের তোয়াক্কা করেননি। বেশিরভাগই মাস্ক পরেননি। কোথাও কোথাও পুলিশ হেনস্থার স্বীকার হয়েছে। ব্রিটেনের পুলিশ ফেডারেশন বলছে, যারা মাতাল তাদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব। 

সাউদ্যাম্পটনে নানা ধরণের মদ্যপ পাওয়া গেছে, যারা নগ্ন, খুশি, রাগান্বিত ছিলেন। তবে পুলিশ অধিকাংশ মানুষকেই ধন্যবাদ জানিয়েছে দায়িত্বশীলভাবে উদযাপন করার জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নটিংহ্যামশায়ারের পানশালা মালিকরা দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। 
সূত্র: ডেইলি মেইল



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭