ইনসাইড বাংলাদেশ

১০৫ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি- রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/07/2020


Thumbnail

দীর্ঘ ১০৫ দিন পর বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫ টার সময় এ রপ্তানি শুরু হয়।

করোনা ভাইরাসের কারণে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকার পর আমদানি চালু হলেও রপ্তানি চালু হয়নি। কয়েকদিন যাবত ভারত শুধু তাদের পন্য রপ্তানি করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে কোন পন্য নিতে রাজি হয়নি। পরে বাংলাদেশের ব্যবসায়িরা আন্দোলনের ডাক দিলে আন্দোলনের ৪  দিন পর আজ রবিবার বিকালে  ৫ টা থেকে  রপ্তানি পন্য নিয়েছে ভারত।
 
বেনাপোল স্থলবন্দরে ডিডি মামুনুর রহমান জানান, দু`দেশের মধ্যে যোগাযোগের মাধ্যমে রপ্তানি চালু করা হয়েছে। আমদানি-রপ্তানি দুইটাই চলবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭