ইনসাইড বাংলাদেশ

‘দে ক্যান ডু এনিথিং’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/07/2017


Thumbnail

কূটনীতিক হিসেবে তাঁর সাফল্য অনেক। পররাষ্ট্র সচিব ছিলেন, ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। টিপিক্যাল এই আমলা কীভাবে রাজনীতিতে জড়ালেন সেও এক বিস্ময়। এই আমলা থেকে রাজনীতিবিদ এক বিপর্যয়ে পড়লেন, ২০১৫ সালের ১৩ জানুয়ারি।

বিএনপির বিরতিহীন অবরোধ চলছে, সঙ্গে চলছে নাশকতা, ভাঙচুর, জ্বালাও পোড়াও। অবরোধ ডেকে বেগম জিয়া তাঁর গুলশানের কার্যালয়ে বসে আছেন। তিনি ঘোষণা দিয়েছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না। এরকমই একটি সময়ে বেগম জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান গেলেন ‘ম্যাডামের’ সঙ্গে সাক্ষাৎ করতে। ফেরার সময় ঘটল অঘটন। কে বা কারা আক্রমণ করল তা্ঁর গাড়িতে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ভর্তি করা হলো ইউনাইটেড হাসপাতালে। বিএনপি দায়ী করল সরকারকে। আশার প্রহর গুনলো। এবার বোধহয় সরকারের পতন ত্বরান্বিত হবে। কিন্তু গোয়েন্দারা তদন্ত করল। হাতে নাতে প্রমাণও মিলল। ছাত্রদলের ছেলেরাই ঘটনা ঘটিয়েছে।

রিয়াজ রহমান সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। গোয়েন্দা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পদস্থরা গেলেন তাঁর সঙ্গে দেখা করতে। দিলেন তথ্য-প্রমাণ। বললেন, ‘আপনার একটা স্টেটমেন্ট লাগবে। আমরা মামলাটা এগিয়ে নিতে চাই।’ বিচক্ষণ আমলা। তথ্য উপাত্ত ভালো করে দেখলেন। বিড় বিড় করে বলেন, ‘ক্ষমতায় যাবার জন্য আমাকেই হত্যা চেষ্টা? নিজেই বললেন, ‘এরা এতো খারাপ।’

গোয়েন্দা কর্মকর্তা তাগাদা দিলেন,‘স্যার আপনার স্টেটমেন্ট?’ বললেন,‘শরীরটা ভালো না, কয়েকটা দিন বিশ্রাম নিই তারপর।’ এক সপ্তাহ পর আবার গোয়েন্দা কর্মকর্তা তাঁর সঙ্গে যোগাযোগ করলেন। আবার সময় নিলেন রিয়াজ রহমান। তৃতীয় দফায় গোয়েন্দা কর্মকর্তা রিয়াজ রহমানের বাসায় গেলেন। চা দিয়ে আপ্যায়ন করলেন রিয়াজ রহমান গোয়েন্দা কর্মকর্তাকে। তারপর বললেন, ‘দেখেন আমি আপনার এভিডেন্স দেখেছি। কিন্তু আমি এই মামলাটা এগিয়ে নিতে চাইছি না, বোঝেনতো ওরা তো আমাকে মেরেই ফেলেছিল। এখন আমি যদি স্টেটমেন্ট দেই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। এবার আর বাঁচবো না। দে ক্যান ডু এনিথিং।’ ক্ষমতার জন্য ছেলে মাকেও মেরে ফেলতে পারে।

গোয়েন্দা কর্মকর্তা নাছোড়বান্দা। বললেন, ‘স্যার ,পরে বিএনপি কিংবা আর কেউ পুলিশকে গালাগালি করবে। বলবে , সরকার বিচার করছে না। টেবিল থেকে সাদা কাগজ টেনে নিলেন রিয়াজ রহমান, লিখলেন ‘নো কমপ্লেন।’ অনুরোধ করলেন, প্লিজ আমাকে বাঁচতে দিন।

১৩ জানুয়ারির ওই গুলির ঘটনার আর কোনো অগ্রগতি হলো না। রিয়াজ রহমানও নিজেকে গুটিয়ে নিলেন। তবে তিনি বুঝলেন, রাজনীতি কী ভয়ংকর খেলা।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭